রাজধানীসহ বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের দুর্বিষহ গরমের পর একপশলা বৃষ্টি ঝরেছে। সকাল ৮টার দিকে এ বৃষ্টিপাত হয়। এতে জনজীবনে এক ধরণের স্বস্তি নেমে এসেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ থেকেই গরমের তীব্রতা কমে আসবে। আবহমান বাংলার ঋতু বৈচিত্র্যের হিসাবে এখন শরৎকাল। আশ্বিন মাস চলছে। এ সময়ে সকালে দূর্বা ঘাসের ওপর জমবে শিশির বিন্দু। সূর্যের কোমল আলো তাতে পড়ে মুক্তার দানার মতো ঝিকিমিকি রূপ ধারণ করবে। সাধারণত শেষরাতে একটু নাতিশীতোষ্ণ অনুভূতি থাকবে।
প্রকৃতির এই রূপের কারণেই অনেক বাঙালির প্রিয় ঋতু শরৎ। কিন্তু এমন সময়েও গত কয়েকদিন ধরে অনুভূত হচ্ছে তীব্র গরম। গ্রীষ্মকালের মতোই মানুষের গা থেকে ঘাম ঝরছে। অনেকেরই রাতের ঘুম হারাম হয়ে গেছে। আবহাওয়া বিভাগ (বিএমডি) বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণেই এমনটা হচ্ছে। এর ফলে আকাশে মেঘ কমে গেছে। তাপমাত্রাও কিছুটা বেড়েছে। এই দুইয়ের প্রভাবে তুলনামূলক বেশিই গরম অনুভূত হচ্ছে।
তবে আজ-কালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে নেমে আসতে পারে বলেও জানিয়েছে বিএমডি। শুক্রবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে বিএমডির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা জানান, প্রাকৃতিক ব্যবস্থা অনুযায়ী এমন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হচ্ছে বৃষ্টিপাত। এখনও আকাশে তুলনামূলক মেঘ কম। তবে ১-২ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে। আকাশে মেঘের পরিমাণ বাড়বে। ইতিমধ্যে শুক্রবারই দেশের কয়েকটি স্থানে বৃষ্টিপাত হয়েছে। কাল-পরশু আরও বেশি এলাকায় বৃষ্টিপাত হবে।
বিএমডির এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের শুধু ফরিদপুরে বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রাম বিভাগের কেবল কুতুবদিয়ায় সামান্য বৃষ্টি হয়েছে। বৃষ্টির অঞ্চল সিলেটের দুটি স্টেশনে বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই। রাজশাহী, রংপুর এলাকায়ও একই অবস্থা। তবে খুলনা, মংলা, বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়া ও ভোলায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন