রাজশাহীতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
রাজশাহীর চারঘাটে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানার পুলিশ।
বুধবার গভীর রাতে উপজেলার সারদা ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সারদা ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর গ্রামের নিশার ম-লের ছেলে সাবেক ইউপি সদস্য নূর ইসলাম ও একই এলাকার আজিজুর রহমানের ছেলে মুজিবুর রহমান।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, নূর ইসলামের ছেলে সজিব তার দলবল নিয়ে দীর্ঘদিন এলাকায় নাশকতাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। নববর্ষ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সজিব বাড়িতে অস্ত্র ও গুলি মজুদ করছে-এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টা থেকে মধ্য রাত পর্যন্ত সজিব ও তার সহযোগী মুজিবর রহমানের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের বাড়ি থেকে সর্টগানের দুইটি গুলি, দুইটি চাইনিজ কুড়াল এবং তিনটি রামদাসহ সজিবের বাবা নূর ইসলাম ও মুজিবর রহমানকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সজিব পালিয়ে যান।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে চারঘাট মডেল থানায় একটি মামলা করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন