রাজশাহীতে পুলিশকে পেটালো ছাত্রলীগ কর্মী

রাজশাহী মহানগরীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে এক পুলিশ কনস্টেবলকে মারপিট করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রাজু সরকার (২৩) নামে ওই পুলিশ সদস্যকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে।
রাজশাহীতে পুলিশ সদস্যকে পেটালো ছাত্রলীগ
পুলিশ সদস্য রাজু সরকার রাজশাহী মহানগর পুলিশের দাঙ্গা বাহিনীতে নগরীর বিনোদপুর এলাকায় কর্মরত আছেন। বর্তমানে তিনি ছুটিতে থেকে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে অনার্স পরীক্ষা দিচ্ছিলেন। তিনি রাজশাহী কলেজের বাংলা প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সদস্য রাজু সরকার বুধবার কলেজে আসেন অনার্স পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা শেষে তিনি শহীদ মিনারের সিঁড়িতে বসে ছিলেন। ওই সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এসে তাকে শহীদ মিনারে বসতে নিষেধ করে। এ সময় রাজু ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারপিট করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।
পুলিশ কনস্টেবল ও কলেজ শিক্ষার্থী রাজু সরকার জানান, নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম বাপ্পীসহ ৫ থেকে ৬ জন তাকে মারপিট করেন।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের নাম ও ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। আহত কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন

বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন