রাজশাহীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
রাজশাহী: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুনাল। সাজাপ্রাপ্ত আসামি পাবনার ঈশ্বরদী উপজেলার মহাদেবপুর এলাকার মকবুল হোসেনের ছেলে মাসুদুর রহমান (৩০)।
মঙ্গলবার দুপুর ১২টায় ট্রাইবুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন। মামলায় অপর আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১০ সালের ১০ জানুয়ারি ঠাকুরগাঁও সদর থানার খোচাবাড়ী এলাকায় আলুর ক্ষেতে সকাল পৌনে ১০টার দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বনাথ দাস গুপ্ত বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, মাসুদুর রহমানের স্ত্রীর জোহরা খানম রোজি মাদারীপুর জেলার কানকিনি আবুল হোসেন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ২০০৭ সালে রোজীর সঙ্গে ঠাকুরগাঁওয়ের মাসুদুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর রোজী জানতে পারেন মাসুদুরের সঙ্গে তার এক সহকর্মীর পরকীয়া আছে। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয়।
পরীক্ষার ফরম পূরণের টাকা আনতে রোজী ঠাকুরগাঁয়ে মাসুদুর রহমানের কাছে যাওয়ার সময় নিখোঁজ হন। ১১ জানুয়ারি পরিবার কালকিনি থানায় সাধারণ ডায়েরি করে। পরে ঠাকুরগাঁও সদর থানায় রোজির লাশের সন্ধান মেলে। এ মামলার চার্জশিটে রোজীর স্বামী মাসুদুর রহমান এবং বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মাধাইমুড়ি এলাকার আব্দুল মজিদ এর স্ত্রী নাজমুন নাহার শিলা (২৯) এই দুইজনকে আসামি করা হয়। হত্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকার প্রমাণ না পাওয়ায় আদালত শিলাকে খালাস দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন