রাজশাহী কলেজের দুটি হোস্টেলে ছাত্রলীগের আগুন

কলেজ শাখা ছাত্রলীগের এক কর্মীকে মারপিটের জের ধরে রাজশাহী কলেজের দুটি ছাত্র হোস্টেলের কয়েকটি কক্ষে আগুন দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকাল তিনটার দিকে রাজশাহী কলেজের বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল হোস্টেলের কয়েকটি কক্ষে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কলেজের কয়েকজন শিক্ষার্থী জানায়, পূর্ব বিরোধের জের ধরে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মঙ্গলবার দুপুর দুটার দিকে ছাত্রলীগ কর্মী ও কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহিনুর রেজা শাহিনকে একটি হোস্টেলে তুলে নিয়ে যান।
পরে সেখানে থাকা কলেজ ছাত্রদলের সভাপতি মোর্ত্তজা ফাহিম ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ তাকে মারপিট করে সেখান থেকে চলে যান। অন্য শিক্ষার্থীরা ওই ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
এদিকে ছাত্রলীগ কর্মীকে মারপিটের খবর ছড়িয়ে পড়লে বেলা আড়াইটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হোস্টেলে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের না পেয়ে দুটি হোস্টেলের কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে দলের কর্মীকে পিটিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ। বেলা ৩টার দিকে তারা রাজশাহী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে প্রতিবাদ সমাবেশে তারা ছাত্রদল নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সমাবেশে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক রাজিব হাসান, রাজশাহী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নূর মোহাম্মদ সিয়াম, যুগ্ম সম্পাদক নাইম ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন