রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাশ উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতকা বিভাগের সহযোগী অধ্যাপক আক্তার জাহান জলির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের ৩০২ নম্বর কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পরিবারের লোকজন জলির কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা খুলে আক্তার জাহানকে বিছানায় পড়ে থাকতে দেখে। তাঁকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের লেকচারার মামুন আব্দুল কাইয়ুম জানান, আকতার জাহানের ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। যোগাযোগ করতে না পেরে তাঁর ছেলে সোয়াদ ঢাকা থেকে বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তাঁর কক্ষে যান। সেখানে গিয়ে তাঁরা দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। আকতার জাহানের মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে ওই বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, ‘জুবেরি ভবনের ওই কক্ষে একাই থাকতেন আকতার জাহান। গত মঙ্গলবার তাঁর ঢাকায় যাওয়ার কথা ছিল। তার একমাত্র ছেলে সোয়াদ ঢাকায় থেকে পড়াশোনা করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন