রাণীনগরে শিকার হচ্ছে বন্য প্রাণী, নজর নেই কর্তৃপক্ষের
নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রামে হঠাৎ করেই চোখে পড়ল কিছু লোকজন তীর-ধনুক, লাঠি হাতে একটি বাড়ীর চারিদিকে ঘিরে রেখেছে। স্থানীয়দের জিজ্ঞেস করে জানা গেল আদিবাসীরা বনবিড়াল (গাবড়া) শিকারের জন্য বাড়ীটি ঘিরে রেখেছে। কিছুক্ষণ অপেক্ষার পর দেখা গেল একটি বনবিড়াল শিকারির তীরে ঘায়েল হয়েছে।
শিকারির দলনেতা রাবন মরমু (৬৫) তার সাথে কথা বলে জানা গেল ওই দলে দিলিপ মরমু (২৫), রাইসেন সরেণ (৪২) ও সুমন বাস্কে (২৬) সহ প্রায় ১৭ জন রয়েছেন। তারা সবাই এসেছেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার নহানি গ্রাম থেকে। শীত মৌসুম এলেই প্রতিবছর তারা এই এলাকায় আসেন শিকার করতে। গ্রাম্য লোকজনের কাছে ক্ষতিকর প্রাণী হিসেবে পরিচিত বনবিড়াল, বেজি এগুলো ধরে দিতে স্থানীয় উৎসুকজনতা তাদের সার্বিক সহযোগিতা করেন।
তাদের প্রধান শিকার হলো বনবিড়াল, বেজি, শেরুল্যা, বাদুরসহ বিভিন্ন বন্য প্রাণী। প্রতিদিন ভাগে পড়লে ৫/৭টি করে বনবিড়াল শিকার করতে পারেন তারা। প্রতিটি বনবিড়ালের প্রায় ৫ থেকে ৭ কেজি করে মাংস হয়। পারিবারিক খাবার চাহিদা মেটার পর প্রতি কেজি মাংস ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি করেন তারা। শিকারিরা বলছেন, পেশা নয়, সখের বসে তারা আসেন শিকার করতে। স্থানীয়দের সহযোগিতা এবং উৎসাহের কারণেই প্রতিবছর আসেন এই এলাকায়।
এব্যাপারে রাণীনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু তালেব জানান, যদিও এসব প্রাণী নিধনকরা বা শিকার করা আইনত: দণ্ডনীয় অপরাধ, কিন্তু তার পরেও এসব প্রাণীর এই এলাকায় নিজস্ব কোন আবাসস্থল না থাকায় গ্রামের লোকজনের হাঁস-মুরগী সহ বিভিন্ন ক্ষতি করে থাকে। তাই স্থানীয়রা শিকারিদের শিকার করতে সহযোগিতা করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নওগাঁয় পুলিশের গুলিতে দুইজন নিহত
নওগাঁর মান্দায় পুলিশের গুলিতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।বিস্তারিত পড়ুন
এ দুর্ভোগের শেষ কোথায় ?
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) থেকে: এ দুর্ভোগের শেষ কোথায়, আরবিস্তারিত পড়ুন
আত্রাইয়ে ৩ গ্রামের মানুষের নদী পারাপারে নৌকায় একমাত্র ভরসা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) থেকেঃ নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজেরবিস্তারিত পড়ুন