রাতে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হান্নান শাহকে
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে।
পাঁচ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে তাকে সিঙ্গপুর নেওয়া হবে।
হান্নান শাহের বড় ছেলে শাহ রেজাউল হান্নান জানিয়েছেন, ‘সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলেই রওনা হবো।’
তিনি বলেন, সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটির আসার উপর নির্ভর করছে যাওয়ার সময়। রাত ১০টা থেকে ১১টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছবে বলে আশা করছি।
তিনি জানান, তার বাবাকে সিঙ্গাপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হবে।
গত মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার সময়ে হান্নান শাহ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়।
বৃৃহস্পতিবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে দিয়ে অক্সিজেন মাক্স দেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফের লাইফ সাপোর্টে রাখা হয়।
নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস, প্রেশারের ঊর্ধ্বমুখিতা, ফুসফুসে পানি জমা, শ্বাসকষ্টসহ একই সঙ্গে একাধিক রোগের উপসর্গ দেখা দেওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন