বিবিসি বাংলার প্রতিবেদন
‘রাত একটা-দু’টো পর্যন্ত রাস্তায় বসে থাকি’
গরমে টিনের ঘর এত উত্তপ্ত হয়ে যেতো যে রাতে ঘুমোতে যেতে পারতেন না মিরপুরের রাকিব হোসেন, রাত একটা দুটো পর্যন্ত রাস্তাতে বসে থাকতেন।
বাংলাদেশে গত তিন সপ্তাহ ধরে ভয়াবহ গরম পড়ার পর আজ যদিও বৃষ্টি নেমেছে, কিন্তু গত কয়েকদিনে ঢাকাবাসীর অভিজ্ঞতা সহজে ভুলতে পারার মতো নয়।
সাম্প্রতিক সময়ে এটি ছিল সবচাইতে দীর্ঘ সময়ে ধরে চলা তাপ প্রবাহ। গরমে হাঁসফাস অবস্থা হয়েছিল মানুষজনের। গাছপালা বিবর্জিত ঢাকা শহরের মানুষজনের পরিস্থিতি হয়ে ওঠে যেন আরো ভয়াবহ।
ঢাকার মিরপুরে এক বস্তিতে থাকেন রাকিব হোসেন। পেশায় গাড়ি চালক। গত ক’দিন ধরে সারাদিন কাটছে কাঠফাটা রোদ্দুরের মধ্যে তেতে থাকা রাস্তায় গাড়ি চালিয়ে।
বলছিলেন, “এই গরমে রাতে বাসায় ফিরে যে একটু ঘুমাব তাও সম্ভব হয়না। রাতে বাসায় ফিরে ঘরে ঢুকতে পারি না। টিনের চাল গরমে হয়ে থাকে। ফ্যান ছাড়লে মনে হয় যেন গরম আরো টেনে নামাচ্ছে। রাত একটা দুইটা পর্যন্ত রাস্তায় বসে থাকি। তারপর টিন একটু ঠাণ্ডা হয়, তখন ঘরে ঢুকি।”
ঢাকা শহরে টিনের চালের ঘরে যারা থাকেন তাদের সবারই মোটামুটি এমনই অবস্থা।
এমন আর এক টিনের ঘরের বাসিন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম। সারাদিন ধরে ভ্যানে করে ঢাকার নানা দোকানে বিশুদ্ধ পানি সরবরাহ করেন।
তিনি হিসেব দিচ্ছিলেন যে কদিন ধরেই খাবার পানির চাহিদা বেড়েছে কয়েকগুণ। মিরপুর এলাকার একটি দোকান থেকে খালি কন্টেইনার সংগ্রহ করছিলেন।
শফিক সারাদিন ধরে নিজেই পানি খাচ্ছেন তবুও শরীরের পানির চাহিদা যেন পূরণই হচ্ছে না। তিনি বলছেন, “সারাদিন ধরে যত পানি খাই – সব ঘাম হয়ে বের হয়ে যায়। স্যালাইন খেলেও লাভ হচ্ছে না। সারাদিন এত পানি খাচ্ছি – কিন্তু দেখা যাচ্ছে দিনে মোটে একবার প্রস্রাব হয়েছে।”
আর যাদের সময় কাটে ঘরের চৌহদ্দির মধ্যে যেমন ধরুন রূপালী বেগম। তিনি বলছেন সূর্যের তেজ আর চুলার আগুন দুয়ে মিলে পুরো ঘরের আবহাওয়া হয়েছে চুল্লীর ভেতরে থাকার মতো।
আবহাওয়া অফিস বলছে গত কয়েক বছরে এটিই সবচাইতে লম্বা সময় ধরে চলা তাপ প্রবাহ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া-বিদ রাশেদুজ্জামান বলছেন, তাপ দাহ কমতে যতটা বৃষ্টি দরকার তা না হওয়াতেই এই পরিস্থিতি।
তিনি বলছেন, পাশের দেশ ভারতে কয়েকটি অঞ্চলের খরার গরম হাওয়ার আনাগোনাও বাংলাদেশে তাপ দাহের জন্য কিছুটা দায়ী। ভয়াবহ গরমে লোডশেডিং আর পানির সংকট যেন মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো।
আবহাওয়া অফিস বলছে কয়েকদিন টানা বৃষ্টি হলেই কমবে তাপ দাহ। আজ বৃষ্টির জন্য অপেক্ষার অবসান হয়েছে, তবে বৃষ্টি ক’দিন হয় তার ওপর নির্ভার করছে – গরম কমবে কিনা।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন