সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সামনে দোকান বসিয়ে ভাড়া আদায় করা হচ্ছে

রানা প্লাজার জমিতে নৌকা কচুরিপানা কাটছেন রাখাল

সাভার বাসস্ট্যান্ডের পাশে ২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তÍূপ অপসারণের ফলে সৃষ্ট খাদে এখন পানি জমেছে। এক হাজার ১৩৮ জন শ্রমিকের প্রাণ কেড়ে নেয়া রানা প্লাজার ১৮ শতাংশ জায়গার ওই খাদে আছে একটি নৌকা। সেখানে জন্মেছে কচুরিপানাও। একজন রাখাল এই কচুরিপানা কাটছেন। আহত কয়েকজন শ্রমিক সেখানে মাছের পোনা ছেড়েছিলেন। গত বছর তেলাপিয়াসহ নানা জাতের মাছ দেখা গেলও কচুরিপানার কারণে এখন আর সেগুলো চোখে পড়ে না।

স্থানীয় লোকজন বলছেন, রানা প্লাজা ধসে স্ত্রী হারানো সুকুমার প্রথম এই খাদের পানিতে তেলাপিয়া ও অন্যান্য মাছের পোনা ছাড়েন। তার দেখাদেখি আহত শ্রমিক মনির হোসেনসহ কয়েকজন তিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনেরা সেখানে আরো কিছু মাছের পোনা ছাড়েন।

খাদের সামনের জমি দখল করে টং দোকান তুলে প্রতিদিন ভাড়াও নিচ্ছে প্রভাবশালী মহল। আর তার সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পূর্ব পাশে সড়কের ওপর বিভিন্ন ধরনের রেন্ট-এ-কার স্ট্যান্ড বানিয়ে কিছু লোক রমরমা ব্যবসা করছেন। জেলা প্রশাসনের প থেকে কাঁটাতার ও টিনের যে বেড়া দেয়া হয়েছিল সামনের অংশে তা এখন আর নেই। অথচ উচ্চ আদালতের নির্দেশে ওই জমিসহ মালিক রানার সব সম্পত্তি বিক্রি করে নিহত, অঙ্গহারা শ্রমিক ও তাদের পরিবারকে তিপূরণ দেয়ার কথা। ধসে পড়ার আগে এই ভবনে ছিল কয়েকটি গার্মেন্ট, একটি ব্যাংক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে এর উত্তর পাশে আরএস টাওয়ার ও দক্ষিণ পাশে অন্য মালিকের ভবন।

অবশ্য রানা প্লাজা ধসে পড়ার দিনটিকে সামনে রেখে টং দোকানগুলো পাশে সরিয়ে নেয়া হয়েছে। প্রতি বছর এভাবেই দোকানগুলো সরিয়ে দিবসটি পালন শেষে সেগুলো আবার যথাস্থানে বসানো হয়। এ দিকে হাইকোর্টের নির্দেশনার পর জায়গাটির দখল নিশ্চিত করতে পুলিশের যে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছিল, তা-ও এখন নেই। সেখানেও গড়ে উঠেছে দোকান।

আদালতের নির্দেশ মোতাবেক ঢাকার তৎকালীন জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন সোহেল রানার মালিকানাধীন রানা প্লাজার ১৮ শতাংশ, সাভার বাজার রোডে রানা টাওয়ারের ১০ শতাংশ এবং ধামরাইয়ের কালামপুরে একটি ইটভাটার এক একর ৪৬ শতাংশ জমি সরকারের অনুকূলে বাজেয়াপ্তের চূড়ান্ত আদেশ দিয়ে নোটিশ ঝুলিয়ে দিয়েছিলেন। পরে ধসে পড়া রানা প্লাজার সেই জায়গাটা কাঁটাতার ও টিনের বেড়া দিয়ে ঘেরাও করে জেলা প্রশাসন। কিন্তু কিছুদিন পর সেসব বেড়া রাতের আঁধারে খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

টং দোকানদার হানিফ জানান, সাভার ব্যাংক কলোনি থেকে এক রাখাল প্রতিদিন নৌকা দিয়ে তার গরুর জন্য কচুরিপানা কেটে নিচ্ছে। শ্রমিক নেতা সৌমিত্র জানান, রানা প্লাজা ধসের পর স্থানীয় কিছু লোক তেলাপিয়া মাছ ছাড়েন। এখন কচুরিপানার জন্য তেলাপিয়া মাছগুলো নেই। মাগুর মাছসহ জিওল মাছ থাকতে পারে।

বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, রানা প্লাজার সামনের জমিতে ছোট-বড় বেশ ২০-২৫টি টং দোকান আছে। সোহেল রানার সহযোগীরা দোকানগুলো বসিয়েছেন। প্রতিদিন প্রতিটি দোকান থেকে ১০০ টাকা করে তুলছে চক্রটি। সুজন আরো জানান, দোকানগুলো এই দিবস এলেই পেছনে সরিয়ে রাখা হয়। ২৪ তারিখ চলে গেলেই পুনরায় যথাস্থানে বসিয়ে দেয়া হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ নয়া দিগন্তকে জানান, রানা প্লাজার ধ্বংসস্তÍূপ অপসারণের ফলে সৃষ্ট খাদে কারা মাছ ছেড়েছেন এবং নৌকা দিয়ে কচুরিপানা কাটছেন তা আমার জানা নেই, খোঁজ নেব। আর টং দোকান বসানোর জন্য আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ