রানা প্লাজা দিবসে ছুটি না দেওয়ায় ১০টি কারখানা ভাঙচুর
জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচিত রানা প্লাজা ট্র্যাজেডি দিবসে (২৪ এপ্রিল) কারখানা ছুটি ঘোষণা না করায় সাভারে ৮-১০টি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন। পরে শ্রমিক বিক্ষোভের মুখে এসব কারখানায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রবিবারের জন্য ওই কারখানাগুলো ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, রবিবার ছিলো রানা প্লাজা ধসের ঘটনার তৃতীয় বর্ষপূর্তি। দিনটি উপলক্ষে রানা প্লাজার আশেপাশের পোশাক কারখানার শ্রমিকরা এবং বিভিন্ন শ্রমিক সংগঠন দীর্ঘদিন ধরে সকল পোশাক কারখানায় ছুটি ঘোষণার দাবি জানিয়ে আসছিল। কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আজ সকালে সাভার-বিরুলিয়া রোডে পূর্ব রাজাশন এলাকায় ভিশন গার্মেন্টের শ্রমিকরা কারখানায় প্রবেশ করে ছুটির জন্য বিক্ষোভ মিছিল করে। এ সময় মালিকপক্ষ ছুটি না দেওয়ায় শ্রমিকরা কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায়। পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিভিন্ন স্থানে অন্তত ৮-১০টি পোশাক কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুরে বাধা দেওয়ায় শ্রমিকদের সাথে মালিকপক্ষের ব্যাপক সংঘর্ষ হয় । সংঘর্ষে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন জানান, যে সকল পোশাক কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয় সেগুলো হলো- সাভার পাকিজা ডাইং, জিহান নিট কম্পোজিট লিমিটেড, হাই পয়েন্ট, আজিম গ্রুপ, ভিশন গার্মেন্ট, সাভার টেক্সটাইলসহ অন্তত ১০টি পোশাক কারখানা। তিনি ২৪ এপ্রিলকে শ্রমিক নিরাপত্তা দিবস ঘোষণা করে দিনটি সরকাররি ছুটি ঘোষণা করার দাবি জানান।
এ বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ-১ সাভার-আশুলিয়া জোনোর পরিচালক পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান কালের কণ্ঠকে জানান, শ্রমিক বিক্ষোভের মুখে রানা প্লাজার আশেপাশের কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে সাভার ও আশুলিয়া এলাকার অন্যান্য পোশাক কারখানায় যথারীতি উৎপাদন প্রক্রিয়া অব্যাহত ছিলো। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন