শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাবিতে কফিন মিছিল, ছুটিতে চলবে আন্দোলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে কফিন মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে গ্রীষ্মকালীন ছুটির মধ্যেও চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

সোমবার বেলা সাড়ে ১০টায় ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ কফিন মিছিলের পূর্বে এক সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকরা এ ঘোষণা দেন।

গ্রীষ্মকালীণ ছুটি উপলক্ষে আগামী ৬ মে থেকে ২৭ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে। তবে এ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে ১৯ মে পর্যন্ত। আর এ ১৯ মে পর্যন্ত শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডের দশম দিনে সকাল ১০টায় শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে একটি মৌন কফিন মিছিল বের করে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে।

পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক শহীদুল্লাহ্, অধ্যাপক জহুরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান, অধ্যাপক রেজাউল করিমের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি প্রমুখ।

রিজওয়ানা হাসিন শতভি বলেন, ‘আমাদের আগামীতে যেন এভাবে আন্দোলন করতে না হয়, রক্তপাত দেখতে না হয়। এজন্য এ হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা যেই হোক না কেন তাদের ধরতে হবে। সরকার যেন দায় সারানোর চেষ্টা না করে সেজন্য সজাগ থাকতে হবে।

শতভি সরকারের কাছে দ্রুত বিচার দাবি করে বলেন, ‘যারা বিচার চাইলো তারা কবরে যাওয়ার পরে বিচার করলে কোনো লাভ হবে না। তাই দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’

সমাবেশ শেষে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা প্রতীকী কফিন মিছিল বের করে প্রতিবাদ করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষক সমিতির কর্মসূচিতে যোগ দেয়।

এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকা তিনদিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা। কর্মবিরতি চলাকালে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত তারা সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

এ কর্মসূচিতে সমাজবিজ্ঞান বিভাগ, সমাজকর্মবিভাগ, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ, প্রাণিবিদ্যা বিভাগ, প্রাণরাসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে যোগ দেয়।

সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজমের সঞ্চালনায় বক্তব্য দেন ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক মখলেছুর রহমান, সমাজকর্ম বিভাগের সাবেক অধ্যাপক অধ্যাপক জালাল উদ্দিন, সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সেলিনা পারভীন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি খোন্দকার ইমামুল হক, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সভাপতি, তোফাজ্জল হোসেন প্রমুখ।

গত ২৩ এপ্রিল রাজশাহী নগরীর শালবাগান এলাকায় অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন

বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে
  • একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল
  • একাদশে ভর্তির আবেদন পড়েছে ১২ লাখের বেশি
  • ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
  • জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার