রাবিতে গভীর রাতে আগুন আতঙ্ক
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে গভীর রাতে শিক্ষার্থীদের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা হল ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
রোকেয়া হলের শিক্ষার্থীদের কয়েক জন জানান, গভীর রাতে শর্ট সার্কিটের কারণে হলের বাথরুমে বৈদ্যুতিক তারে আগুন লাগে। ওই সময় কয়েকটি বাল্ব বিস্ফোরিত হয়। এতে হলে আগুন ধরেছে বলে আবাসিক ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে সময় আবাসিক ছাত্রীরা যে যার মতো করে হল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
হল কর্তৃপক্ষ দমকল বিভাগকে সংবাদ দেয়। পরে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে শর্ট সার্কিটের বিষয়টি নির্নয় করেন।
রোকেয়া হলের প্রকোষ্ট রুবাইয়াত ইয়াসমিন জানান, তৃতীয় ব্লকের বাথরুমে শার্ট সার্কিট থেকে তারে আগুন লাগে। ওই সময় কয়েকটি বাল্ব বিস্ফোরিত হয়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন ও হল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। পরে দমকল বিভাগের কর্মীরা এসে বিষয়টি নিশ্চিত করলে ছাত্রীরা রুমে ফিরে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন