রাবিতে জলি ও লিপুর বিচার দাবিতে ক্লাস বর্জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহান জলি ও শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে এবার সাতদিনের জন্য ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।
আগামী ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর তারা এ কর্মসূচি পালন করবে। তবে পরীক্ষা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী জুলহক জুয়েল জাগো নিউজকে বলেন, আমাদের শিক্ষক আকতার জাহান ও শিক্ষার্থী লিপু মৃত্যু তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় আমরা হতাশ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আগামী ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত আমরা ক্লাসে বসবো না। তবে ঘোষিত পরীক্ষাসমূহে আমরা অংশগ্রহণ করবো।
সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যায় লিপু হত্যার বিচার দাবিতে মশাল মিছিল কর্মসূচি পালন করা হবে।
এদিকে বিভাগের লিপু হত্যার বিচার দাবিতে বিভাগের বেঁধে দেয়া সাতদিনের আল্টিমেটাম শেষে আগামীকাল বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও গণ জমায়েতের আয়োজন করা হয়েছে।
এর আগে মানববন্ধন, র্যালি, প্রদীপ প্রজ্বালন, গণস্বাক্ষর, পথনাট, গণসংগীতসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিভাগের শিক্ষার্থীরা। এসব আন্দোলনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সহমত পোষণ করেন।
এ বিষয়ে বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে বলেন, শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে। এখন তারা ক্লাসে না আসলে আমরা কাদের ক্লাস নেব? তারপরও আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো। তারা যেন তারা ক্লাসে ফিরে আসে।
গত ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওদিন বিকেলে লিপুর চাচা বাদী হয়ে নগরীরর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়।
অন্যদিকে গত ৯ সেপ্টেম্বর শিক্ষক জলির মরদেহ নিজ কক্ষ থেকে উদ্ধার করে পুলিশ। পরদিন মতিহার থানায় আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়ের করেন জলির ভাই কামরুল হাসান। কিন্তু দেড় মাস পার হলেও ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট দিতে পারেনি পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন