রাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা, ছাত্র আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসন্ন ভর্তি পরীক্ষায় সুযোগ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে টাকা নেয়ার অভিযোগে এক ছাত্রকে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় ৭টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা বাজার থেকে তাকে পুলিশে দেয়া হয়। আটক রাশেদ নিজেকে নাটোরের এনসি কলেজের রসায়ন বিভাগের ছাত্র হিসেবে দাবি করেছে।
জানা যায়, রাবিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪-২৭ অক্টোবর। এ ভর্তি পরীক্ষায় জোবায়ের নামের এক ভর্তিচ্ছুকে চান্স পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে এক লাখ ২৫ হাজার টাকা দাবি করে রাশেদ। রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুর মাধ্যমে ওই ভর্তিচ্ছুকে ভর্তি করানো হবে বলে রাশেদ দাবি করে।
মঙ্গলবার সন্ধ্যায় রাশেদ সেই টাকা নিতে কাজলা বাজারে উপস্থিত হয়। এ বিষয়টি ভর্তিচ্ছু শিক্ষার্থীর ভাই রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতিকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাশেদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, আমার নাম ভাঙিয়ে ভর্তি পরীক্ষায় প্রতারক চক্রের এক সদস্য টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল। জানতে পেরে তাকে পুলিশে সোপর্দ করেছি।
এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, প্রতারণার অভিযোগে আটক রাশেদকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন