রাবি ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি, ককটেল বিস্ফোরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে। এময় হলের পাশে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে আগত ভর্তিচ্ছুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে হলের সামনে স্ট্যান্ড করা মোটরসাইকেলের ওপর বসা নিয়ে কথা কাটাকাটির জেরে রাবি ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি মেহেদি হাসান ছাত্রলীগ কর্মী সারোয়ার হোসেনকে মারধর করেন। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। সারোয়ার রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার অনুসারী।
এর জেরে রাত সোয়া ৯টার দিকে হলে রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার সহযোগী ও বহিষ্কৃত সহসভাপতি রানা চৌধুরী, পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ (বহিষ্কৃত) ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশের (বহিষ্কৃত) সঙ্গে গোলাম কিবরিয়া ও রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে মিজানুর রহমান রানা ও কিবরিয়া-রুনু পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও কিল-ঘুষির ঘটনা ঘটে। এনিয়ে হলে দুই গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। হলের পাশে রাত পৌনে ১০টার দিকে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রাবি ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, ‘পরিকল্পিতভাবে তুচ্ছ কারণে আমার এক কর্মীকে মারধর করা হয়েছে। অমি এর প্রতিবাদ করতে গেলে রাগের মাথায় ঝামেলা হয়েছে। ’
এ ব্যাপারে রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রানার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব বলেন, ‘নেতাকর্মীদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে তা ঠিক হয়ে গেছে।’
হল প্রাধ্যক্ষ অধ্যাপক এসএম জাহিদ হোসেন বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ঝামেলা হয়েছিল। এখন হলের পরিস্থিতি শান্ত আছে। আর যাতে কিছু না হয় সেজন্য নেতাদের সঙ্গে এ নিয়ে কথা বলবো।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন