রাবি শিক্ষার্থী লিপু হত্যার বিচার দাবিতে পথনাটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবিতে পথনাটক করেছে শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর ও শহীদুল্লাহ্ কলাভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
রোকনুজ্জামানের নির্দেশনায় নাটকে অভিনয় করেন অনি, আহমেদ সজীব, সত্য, মাহবুবা জাহান বহ্নি, নিঝুম সরকার তিথি, হারুন, রাইসা জান্নাত।
এ বিষয়ে রোজনুজ্জামান বলেন, মানুষ মরছে কিন্তু বিচার হচ্ছে না। ক্যাম্পাসের মতো জায়গায় যেখানে আমরা মনে করি বিবেকবানদের আবাসস্থল। অথচ তারাও স্বতঃস্ফূর্তভাবে লিপু হত্যার দাবিতে অংশগ্রহণ করছে না। সবাই যেন এই আন্দোলনে অংশ নেয়, অন্য বিভাগের শিক্ষার্থী হয়ে আমি সেই আহ্বানই জানাব। আর রাষ্ট্র ও বিচার ব্যবস্থার যে ত্রুটিগুলো রয়েছে আমি সেই বিষয়গুলোই নাটকে তুলে ধরার চেষ্টা করেছি।
নাটক শুরুর আগে কবিতা আবৃত্তি করা হয়। আবৃত্তি করেন মাহবুবা জাহান বহ্নি, বাসুদেব পাল, আহমেদ সজীব প্রমুখ।
গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে মোতালেব হোসেন লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় লিপুর চাচা বাদী হয়ে নগরীরর মতিহার থানায় হত্যা মামলা করেন।
এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২৬ অক্টোবর মনিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের “বি” ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তিবিস্তারিত পড়ুন

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন