রাশিয়ার ‘হ্যাকিং’ তদন্তে নামবে মার্কিন সিনেট
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মাঠগরম করা বিষয় ছিল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও তাঁর দলের কয়েকজনের ইমেইল হ্যাকিং। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে, ওই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ছিল রাশিয়া। এবার গোয়েন্দাদের ওই দাবি খতিয়ে দেখতে মাঠে নামছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ইনটেলিজেন্স কমিটি।
স্থানীয় সময় শুক্রবার সিনেট কমিটির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, ‘যুক্তরাষ্ট্রের ওপরে রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রভাবের বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়াটা একটু জটিল।’
‘তদন্তে যা পাওয়া যাবে মেনে নেওয়া হবে। আমরা দ্রুততার সঙ্গে তদন্ত করব আর সঠিক তথ্য বের করব।’
বিবৃতিতে আরো জানান হয়, প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ও কোনো ব্যক্তির সংযোগ আছে কি না, তা কমিটি খতিয়ে দেখবে। তদন্তে রাশিয়ার সাইবার ও গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত গবেষণা করা হবে। তদন্তের জন্য প্রয়োজনীয় শুনানি গোপনেই নেওয়া হবে। তবে সম্ভব হলে জনসমক্ষেও তা করা যেতে পারে বলে জানান সিনেট সদস্যরা।
এ বিষয়ে একমত রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের প্রার্থীরা। তাঁরা জানিয়েছেন, ‘ফল যাই হোক’ মেনে নেবেন তাঁরা।
চলতি মাসের শুরুর দিকে হ্যাকিং নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে অভিযোগ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের ইমেইল হ্যাকিংয়ের পেছনে হাত ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে সুবিধা করে দেওয়ার জন্যই নাকি ওই কাজ করেছিল রাশিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন