রাষ্ট্রধর্মে ইসলাম না থাকলে অচল না.গঞ্জ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের তৌহিদি জনতার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোনোভাবেই সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়া যাবে না। প্রয়োজনে বিগত আন্দোলনের মতো হরতাল অবরোধের চেয়ে কঠোর আন্দোলন করে নারায়ণগঞ্জকে অচল করে দেয়ার হুশিয়ারী দিয়েছে জেলা ওলামা পরিষদের নেতারা।
শুক্রবাদ দুপুরে জুমার নামাজের পরে নারায়ণগঞ্জ ডিআইটি বাণিজ্যিক এলাকায় আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, ‘এ দেশের ৯০ ভাগেরও বেশি মানুষ মুসলমান। তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে কোনোভাবেই ইসলামকে বাদ দেয়া যাবে না। এটা যদি করা হয় তাহলে রক্তের হোলিখেলা শুরু হবে। তাই প্রধানমন্ত্রীসহ সবার কাছে আবেদন থাকবে শান্তির দেশে নতুন করে অশান্তি সৃষ্টি করবেন না।’
নারায়ণগঞ্জ ওলামা পরিষদের আহ্বায়ক মুফতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা ও ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, জেলা হেফাজতের সদস্য সচিব আবদুল কাদির, ওলামা পরিষদ নেতা ইসমাইল আব্বাসী, হারুন অর রশিদ, ফেরদাউসুর রহমান, আনিস আনসারী, দেলাওয়ার হোসাইন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন