শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাস্তার ধুলোয় বসে মিড ডে খাচ্ছে এই শিক্ষার্থীরা!

রাস্তা দিয়ে দিনভর হেঁটে চলেছে মানুষ। গোরু-ছাগল, কুকুর থেকে শুরু করে গাড়িরও কমতি নেই সেখানে। এসবের মধ্যেই রাস্তায় বসে মিড ডে মিল খাচ্ছে পড়ুয়ারা। ধুলো ভরতি রাস্তার উপর রাখা প্লেট, চলছে হাত, সমানতালে মুখও। এভাবেই দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর রাজগ্রাম হাইস্কুলের পড়ুয়াদের। স্কুলের লম্বা বারান্দা থাকলেও শিক্ষকরা তাদের সেখানে বসে খেতে দেন না। পাছে বারান্দা নোংরা হয়। শিক্ষকদের অমানবিক ব্যাবহারেই মিড ডে মিল খাওয়া চলছে খোলা আকাশের নিচে রাস্তার উপরে। অহরহ সেইখান দিয়ে চলছে গাড়িও। যেকোনো সময় দুর্ঘটনাও ঘটে যেতে পারে।

অথচ প্রতিদিন মিড ডে মিল সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য পরিকাঠামো ও শিক্ষক শিক্ষিকার সংখ্যা স্বাভাবিকই রয়েছে স্কুলে। তা সত্বেও কেন খাওয়ানো হচ্ছে গ্রামীণ সড়কের উপর বসিয়ে? এ প্রশ্নের উত্তর মেলেনি। অভিভাবকদের তরফ থেকে বহুবার প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানানো হয়েছে এ যাবৎ। কিন্তু অবস্থার কোনও পরিবর্তন হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরেন দাস জানিয়েছেন, ‘স্কুলে মিডডে মিল রান্না করা ও তা খাওয়ার কোন নির্দিষ্ট ঘর নেই। প্রথমে স্কুলের বারান্দাতেই বসে খাবার খেত ছেলে মেয়েরা । কিন্তু তাতে বারান্দা তথা স্কুল প্রাঙ্গন নোংরা হয় বলেই তাদের মাঠে বসে খেতে বলা হয়েছিল। কিন্তু ছেলে মেয়েরাই মাঠে না বসে রাস্তায় গিয়ে খায়’।

একই সঙ্গে তিনি এই অভিযোগও করেছেন, মিডডে মিলের জন্য আলাদা কোনও রান্নার জায়গা বা খাওয়ার ঘর নির্মাণের টাকা সরকার থেকে পাওয়া যায়নি।

ইটাহারের ভিডিও শুভদীপ গোস্বামী জানিয়েছেন, এই ঘটনার কথা তাঁর জানা ছিল না। ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জয়েন্ট-ভিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ভাবেই অমানবিক এই কাজ হতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন বিডিও। -এবেলা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ