শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাস্তায় আবারও ‘সিটিং সার্ভিস’ : ভাড়া নৈরাজ্য

সিটিং বাস সার্ভিসের বিরুদ্ধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অভিযান বন্ধের ঘোষণার পর রাস্তায় নেমেছে প্রচুর সংখ্যক বাস ও মিনিবাস।

রাজধানীর সড়কগুলোতে আগের মতোই চলাচল করতে দেখা গেছে সেই ‘সিটিং’, ‘স্পেশাল’ ও ‘গেটলক’ সার্ভিস। আদায় করেছে বাড়তি ভাড়া। গাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে সরকার নির্ধারিত ভাড়ার তালিকাও।

এ নিয়ে বাসের ভেতর যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ঝগড়াও হয়। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে এসব চিত্র। অথচ একদিন আগে বুধবার সিটিং সার্ভিস বন্ধ ও মোবাইল কোর্টের অভিযানের কারণে নগরীতে বাস ও মিনিবাসের ভয়াবহ সংকট ছিল। চরম দুর্ভোগের শিকার হয়েছিলেন যাত্রীরা।

সরেজমিন আরও দেখা গেছে, নতুন-পুরনো এমনকি লক্কড়-ঝক্কড় বাস-মিনিবাসে দিব্যি যাত্রী পরিবহন চলছে। গাড়ির চাপ বেশি থাকায় রাস্তায় যানজটের তীব্রতা বেশি ছিল এদিন। আর যে যেভাবে পারছে ভাড়া নিচ্ছে। একই রুটে একেক বাসে একেক ধরনের ভাড়া আদায় করতে দেখা গেছে।

বিকল্প সিটি সার্ভিসের বাসে মিরপুরের কাজীপাড়া থেকে ফার্মগেট আসা যাত্রী মো. আরমান শেখ বলেন, সিটিং সার্ভিসের বিরুদ্ধে অভিযান চলাবস্থায় বিকল্প পরিবহনের বাসে ভাড়ার তালিকা ছিল।

বৃহস্পতিবার ওই তালিকা দেখলাম না। আগের মতোই সিটিং সার্ভিসের ভাড়া ১৫ টাকা নিয়েছে। কাজীপাড়া থেকে ফার্মগেট ৫ দশমিক ৩ কিলোমিটার। সরকারি হিসাবে ভাড়া হওয়ার কথা ৯ টাকা। তিনি বলেন, অভিযানের আগে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়া হতো। আজ হাফ পাস বলতে কিছু নেই বলে জানিয়েছে তারা। আরমান প্রশ্ন করেন, এ অভিযানের ফলে যাত্রীদের কী সুবিধা হল, কার স্বার্থে এ অভিযান ছিল?

সিটিং সার্ভিসের বিড়ম্বনায় পড়েন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. কবির হোসেন। তিনি বলেন, কুড়িল যাওয়ার উদ্দেশ্যে মালিবাগ মোড়ে দীর্ঘ সময় দাঁড়িয়েও বাসে উঠতে পারিনি। ওই সময়ে যেসব বাস ওই রুটে চলাচল করেছে, সেগুলোর দরজা বন্ধ (সিটিং) ছিল। পরে সুপ্রভাত ‘স্পেশাল সার্ভিস’র একটি বাসে যাত্রী নামার সুযোগে ওই গাড়িতে উঠেছি। আহমদ হোসেন নামের আরেক যাত্রী জানান, এভারেস্ট পরিবহনের বাসে মিরপুর থেকে শাহবাগ ২৫ টাকা ভাড়া নিয়েছে। ওই বাসেই যারা গুলিস্তান পর্যন্ত গেছে, তাদের জন্যও একই ভাড়া নিয়েছে। তিনি বলেন, সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয়নি।
যাত্রীরা জানান, যাত্রাবাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত বিআরটিএ’র নির্ধারিত ভাড়া ৭ টাকা হলেও ট্রান্সসিলভা বাসে ১০ টাকা আদায় করা হয়। তবে শিকড় পরিবহন নিয়েছে ৭ টাকা। মোহাম্মদপুর থেকে মতিঝিলগামী দীপন বাস সার্ভিস আবার সিটিং সার্ভিস চালু করেছে। শিক্ষার্থীদের জন্য আগে হাফ ভাড়া ছিল এ বাসে। এখন সেই সুযোগও বন্ধ করে দেয়া হয়েছে। সর্বনিন্ম ভাড়া নেয়া হচ্ছে আগের মতো ১০ টাকা। কোনো কোনো গাড়ি সর্বনিন্ম ভাড়া আগের মতোই ২৫, ৩০ বা ৫০ টাকা নিয়েছে। ভিআইপি পরিবহনের সিটিং সার্ভিসে কলাবাগান থেকে মহাখালী আসা এক যাত্রী জানান, এইটুকু পথের ভাড়াও নিয়েছে ৫০ টাকা। অথচ দূরত্ব ৭-৮ কিলোমিটারও হবে না। কালশী থেকে কুড়িল আসা মামুনুর রশীদ বলেন, জাবালে নূর পরিবহনে এটুকু (৫ কিলোমিটার) পথেই ২৫ টাকা নিয়েছে। রাজধানীতে ১৬ এপ্রিল থেকে গণপরিবহনে সিটিং, গেটলক ও স্পেশাল বাস সার্ভিস বন্ধ করা হয়। বিষয়টি তদারকি করতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বাস চলাচল কমে গেলে বুধবার ১৫ দিনের জন্য ওই অভিযান বন্ধের ঘোষণা দেয় বিআরটিএ। একই সঙ্গে আগের মতো সিটিং সার্ভিস চলতে পারবে বলেও জানায় সংস্থাটি।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা