‘রাস্তায় নামতে বাধ্য করবেন না’

‘আমরা টিভি বাক্সে বন্দি ছিলাম। এখন রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদেরকে রাস্তায় থাকতে বাধ্য করবেন না। আমাদের সঙ্গে কিন্তু হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে যাবে। তখন কিন্তু পরিণাম ভালো হবে না।- বললেন অভিনেতা জাহিদ হাসান।
বুধবার দুপুরে টেলিভিশন শিল্পী-কলাকুশলীদের সমাবেশে এসে বক্তব্যে জাহিদ হাসান বলেন, ‘এখন টেলিভিশন মালিকের আত্মীয়রা হয়ে যাচ্ছেন শিল্পী। নব্বই দশকে যখন এদেশে প্যাকেজ নাটক জনপ্রিয় হল তখন প্রায় সব শিল্পীই এসেছে থিয়েটার থেকে। সবাই অভিনয় শিখে এসেছে। তাই নাটকের মান ভাল ছিল। এখন বলছেন আমাদের এখানে ভাল নাটক হয় না।’
এই অভিনেতা বলেন, ‘আমাদের বাজেট দিন, সময় দিন। কাজের স্বাধীনতা দিন। অভিজ্ঞ শিল্পীদের নিয়ে কাজ করুন। নাটকের মান ভালো হবে। দর্শকদের ভাল নাটক উপহার দিতে পারবো।’
জাহিদ হাসানের বক্তব্যের সময় মঞ্চে ছিলেন আজিজুল হাকিম, তৌকীর আহমেদ, রোজী সিদ্দিকী, শহিদুজ্জামান সেলিম, বিপাশা হায়াত।
শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’- মূল প্রতিপাদ্য নিয়ে টিভি মিডিয়ার হাজারো শিল্পীদের অংশগ্রহণে শহীদ মিনারে চলছে এই সমাবেশ। পাঁচ দফা দাবী নিয়ে সকাল ১১টা থেকে শুরু হওয়া এই সমাবেশ চলবে বিকেল ৫টা পর্যন্ত। টেলিভিশন মিডিয়ার ১৩টি সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম এফটিপিও।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন