‘রাস্তায় নামতে বাধ্য করবেন না’
‘আমরা টিভি বাক্সে বন্দি ছিলাম। এখন রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদেরকে রাস্তায় থাকতে বাধ্য করবেন না। আমাদের সঙ্গে কিন্তু হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে যাবে। তখন কিন্তু পরিণাম ভালো হবে না।- বললেন অভিনেতা জাহিদ হাসান।
বুধবার দুপুরে টেলিভিশন শিল্পী-কলাকুশলীদের সমাবেশে এসে বক্তব্যে জাহিদ হাসান বলেন, ‘এখন টেলিভিশন মালিকের আত্মীয়রা হয়ে যাচ্ছেন শিল্পী। নব্বই দশকে যখন এদেশে প্যাকেজ নাটক জনপ্রিয় হল তখন প্রায় সব শিল্পীই এসেছে থিয়েটার থেকে। সবাই অভিনয় শিখে এসেছে। তাই নাটকের মান ভাল ছিল। এখন বলছেন আমাদের এখানে ভাল নাটক হয় না।’
এই অভিনেতা বলেন, ‘আমাদের বাজেট দিন, সময় দিন। কাজের স্বাধীনতা দিন। অভিজ্ঞ শিল্পীদের নিয়ে কাজ করুন। নাটকের মান ভালো হবে। দর্শকদের ভাল নাটক উপহার দিতে পারবো।’
জাহিদ হাসানের বক্তব্যের সময় মঞ্চে ছিলেন আজিজুল হাকিম, তৌকীর আহমেদ, রোজী সিদ্দিকী, শহিদুজ্জামান সেলিম, বিপাশা হায়াত।
শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’- মূল প্রতিপাদ্য নিয়ে টিভি মিডিয়ার হাজারো শিল্পীদের অংশগ্রহণে শহীদ মিনারে চলছে এই সমাবেশ। পাঁচ দফা দাবী নিয়ে সকাল ১১টা থেকে শুরু হওয়া এই সমাবেশ চলবে বিকেল ৫টা পর্যন্ত। টেলিভিশন মিডিয়ার ১৩টি সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম এফটিপিও।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন