রায়পুরে ব্যবসায়ীকে অপহরণ, আড়াই লাখ টাকা লুট
লক্ষ্মীপুরের রায়পুরে সিরাজ মিয়া (৪৫) নামের এক গরু ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে হাত-পা বেধে ডাকাতিয়া নদীর কচুরিপানার ডোবায় ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা সিরাজ মিয়ার কাছে থাকা আড়াই লাখ টাকা লুট করে নেয়।
রোববার ভোরে ব্যাবসায়ী উত্তর চরবংশী ইউনিয়নের ফকীর বাড়ি সড়কের ডাকাতিয়া নদী থেকে অচেতন অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয় লোকজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সিরাজ দক্ষিণ চরবংশী ইউনিয়নের আনোয়ার উল্লাহ্র ছেলে ও গরুর ব্যবসায়ী বলে জানা যায়। তবে এখনও চিকিৎসাধীন সিরাজের জ্ঞান না ফিরায় অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।
অপহৃত সিরাজের বাবা আনোয়ার হোসেন জানান, তার ছেলে সিরাজ দীর্ঘ কয়েকবছর ধরে গরু কিনা বেচায় ব্যবসা করতেন।
শনিবার রাতে সিরাজ মোল্লার হাট বাজারে গরু বিক্রি করতে যায়। পরে পাঁচটি গরু ওই হাতে আড়াই লাখ টাকা বিক্রি করেন। বিক্রি শেষে সিরাজ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসীরা তাকে অপহরণ করে আড়াই লাখ টাকা নিয়ে যান। পরে সন্ত্রাসীরা ফেরার পথে সিরাজকে মারধর শেষে হাত-পা বেধে ডাকাতিয়া নদীর কচুরী পানা ডোবায় ফেলে দেয়। ভোরে স্থানীয়রা সিরাজকে ডোবা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তার পরিচয় নিশ্চিত করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন সিরাজ কয়েকবার জ্ঞান ফিরে ঘটনার কিছুটা বর্ননা ও অভিযুক্তদের কয়েকজন চিনতে পারার কথা বল্লেও পুনরায় জ্ঞান হারিয়ে ফেলাতে বাকি অভিযুক্ত সন্ত্রাসীদের নাম প্রকাশ করতে পারেনি বলে জানান তিনি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফজল্লুর রহমান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোজ খবর নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন