রিকশাচালক উধাওঃ লক্ষাধিক টাকার পোশাকসহ
খুলনা সিটি করপোরেশন ভবনের অদূরে শহীদ হাদিস পার্কের সামনের সড়ক থেকে দেড় লক্ষাধিক টাকার তৈরি পোশাকের একটি গাইট নিয়ে উধাও হয়েছে প্রতারক এক রিকশাচালক। ব্যবসায়ী আব্দুল হালিমের এ পোশাক প্রতারণার ফাঁদে ফেলে নিয়ে যায় রিকশাচালক।
ব্যবসায়ী আব্দুল হালিম রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের মো. মান্নান গাজীর ছেলে। এ ঘটনায় ব্যবসায়ী হালিম খুলনা সদর থানায় একটি জিডি করেছেন।
ব্যবসায়ী হালিম অভিযোগ করে বলেন, সোমবার দুপুরে নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস থেকে এক লাখ ৫৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের একটি তৈরি পোশাকের গাইট ডেলিভারি নেন। এরপর তিনি পোশাকের ওই গাইটটি রিকশা করে নিয়ে যাচ্ছিলেন। রিকশাটি সদর থানার কাছাকাছি এলে চালক প্রতারণার আশ্রয় নিয়ে বলে তার রিকশাটিতে ত্রুটি দেখা দিয়েছে। একথা বলে ব্যবসায়ী হালিমকে রিকশা থেকে নামতে বলেন। তিনি নেমে রিকশার পেছনে হাঁটতে থাকেন।
এসময় অপর এক প্রতারক ব্যবসায়ী হালিমকে কৌশলে ধাক্কা দিলে তার মোবাইলটি রাস্তায় পড়ে যায়। মোবাইল ফোনটি রাস্তা থেকে তুলতে নিচু হওয়ার সাথে সাথে কাপড়ের গাইটটি নিয়ে রিকশাচালক উধাও হয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
খুলনার ফুলতলা উপজেলার দুটি ভোট কেন্দ্রের তিনটি বুথে ব্যালট বইবিস্তারিত পড়ুন
৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত
ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুনবিস্তারিত পড়ুন
খুলনায় ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা
খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ছাত্রদলকর্মী আবদুল্লাহবিস্তারিত পড়ুন