শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রিকশাচালক বাবার চোখের আলো মেয়ে ফারিয়া

জন্মান্ধ রিকশাচালক বাবার চোখের আলো তার ৮ বছর বয়সি মেয়ে ফারিয়া। জীবিকার তাগিদে বাবা ঘুরাতেন রিকশার হ্যান্ডেল ধরে আর পথ দেখাতেন মেয়ে। এভাবে করে প্রতিদিন খাবারের টাকা জোগাড় করতেন তিনি।

অন্ধ মানে ভিক্ষাবৃত্তি নয়, তারই বিরল দৃষ্টান্ত ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মনির হোসেন (৪৫)। যে কী-না নিজে হাঁটতে অন্যের সহযোগিতা নিতে হয়, তিনি জীবিকার তাগিদে বেছে নিয়েছেন তিন চাকার এই রিকশা।

সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সহযোগিতার আশ্বাস পেয়ে বন্ধ করে দেন রিকশা চালানো। ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিম অন্ধ মনির হোসেনকে রিকশা চালাতে নিষেধ করেছেন। যার ফলে তিনি এখন বেকার সময় পার করছেন। এসব কথা জানালেন মনির হোসেন।

মনিরের সঙ্গে কথা বলে জানা গেছে, শুরুতে এক শতক জায়গা ছিল। চোখের চিকিৎসা করানোর জন্য শেষ সম্বলটুকুও বিক্রি করে হয়ে যান একদম নিঃস্ব। বর্তমানে পরের জায়গায় থাকেন। জন্ম থেকে অন্ধ হলেও এভাবে বছরের পর বছর তার চোখের আলো হয়ে পথ দেখাতেন তার ছেলে-মেয়েরা। বড় ছেলে রমজান আলীকে দিয়ে জীবিকার সন্ধানে প্রথমে নেমে পড়েন। ছেলে বড় হওয়ার পর তারপর বড় মেয়ে বিবি হাফসু বাবার চোখের আলো হয়ে রিকশায় ওঠেন। অন্ধ বাবার অজান্তে সেও এক সময় বড় হয়ে উঠেন। বন্ধ করে দেন বাবার সঙ্গে রিকশায় করে রাস্তায় বের হওয়া। এক পর্যায়ে অভাবের তাড়নায় মানুষের বাসায় গৃহস্থলি কাজে নেমে পড়েন। আর তখন দায়িত্ব নেন ছোট মেয়ে আফরোজা আক্তার ফারিয়া। বাবার রিকশার সামনে বসে পথ দেখিয়ে দেন ফারিয়া। আর টাকা হিসেব-নিকাশের কাজটাও করেন। ফারিয়া সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। বারার সঙ্গে বের হলে ঠিকমতো ক্লাস করতে পারেন না।

মনিরের স্ত্রী জাহানারা আক্তার আক্তার জানান, মনিরের সঙ্গে বিয়ে হয়েছে ২৭ বছর। বিয়ের পর থেকে একচালা এক রুমের ঘরটিই পাকঘর ও থাকার ঘর। বর্তমানে বিয়ের উপযুক্ত মেয়ে-ছেলে বাবা-মা সবাই থাকে একসঙ্গে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শহীদুল্লাহ জানান, মনিরের জন্য মাসিক ৫শ টাকা এবং ১০ হাজার টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিম জানিয়েছেন, মনির একদম গরিব। যে রিকশাটি চালায় তাও ভাড়া করা। তাকে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি আবেদন পাঠানো হয়েছে। খুব সহসাই তার জন্য একটি বরাদ্দ আসার প্রক্রিয়া চলছে। তার ৮ বছর বয়সী মেয়ে ফারিয়াকে স্কুলে যেতে বলা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল হোসেন জানান, আত্মপ্রত্যয়ী অন্ধ মনির হোসেন চান না ভিক্ষা করতে। চান উপযুক্ত একটা কাজ। অলস ও বেকার যুবকদের দেখিয়ে দিয়েছেন মানুষের দ্বারা সব কিছু সম্ভব। মানুষ পারে না পৃথিবীতে এমন অসাধ্য কিছু নেই। ইচ্ছা থাকলেও আজ মনির হোসেনের পক্ষে সম্ভব নয়। তার প্রয়োজন সাধ্যের মধ্যে কিছু করা। আর এর জন্য এগিয়ে আসবেন সরকার ও বিত্তবানরা এমনটা দাবি করেছেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন  

চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন

চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস

 শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

  • স্বাধীনতার জন্য সিরাজুল আলম খান জীবন যৌবন উৎসর্গ করেছিল
  • ৫৩ বীর মুক্তিযোদ্ধাসহ ১০৬ জনকে সম্মাননা দিল ‘আমরা একাত্তর’
  • হাতিয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি
  • ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
  • চলে গেলেন হায়দার আকবর খান রনো
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
  • ‘ও আল্লাহ আমার ইকবালরে কই নিয়ে গেলা’
  • ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • কান্না জড়িত কন্ঠে কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি কনস্টেবল
  • অজানা গল্পঃ গহীন অরণ্যে এক সংগ্রামী নারী