রিকশা চালিয়ে কম্পিউটার সায়েন্স পড়ছেন ইব্রাহিম
ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ইব্রাহিম লেখাপড়ার খরচ জোগার করছেন রিকশা চালিয়ে। লেখাপড়ার খরচের পাশাপাশি ইব্রাহিম সংসারেও সহযোগিতা করছেন। উদ্যোমী এই শিক্ষার্থী বলছেন, লেখাপড়া আর পরিবারের সদস্যদের বাঁচিয়ে রাখতে কোনো কাজই লজ্জার নয়।গাইবান্ধা থেকে ঢাকায় এসেছেন ইব্রাহিম হোসেন। গত আট মাস ধরে হাজারীবাগ-মোহাম্মদপুর এলাকায়
রিকশা চালাচ্ছে ইব্রাহিম। ২০১৫ সালে এসএসসিতে ৪.২৫ পয়েন্ট পেয়ে বর্তমানে লেখাপড়া করছেন গাইবান্ধার আরিফ রাব্বী ইন্সটিটিউটে ডিপ্লোমা ইন কম্পিউটার সাইয়েন্সে।
সেমিস্টারের ছাত্র এখন তিনি। ইব্রাহিম জানান , রিকশা চালানো ছাড়া কোনো উপায় ছিল না। রিকশা চালিয়েই সে জোগার করছে লেখাপড়ার খরচ।
ইব্রাহিম বলেন, ‘পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ তাই নিজের লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি বাবা-মা আর ছোট বোনকে সাহায্য করছি। লেখাপড়া করতে গেলে এ কাজটি আমাকে করতে হবে। কারণ কর্মই মানুষকে সফলতা নিয়ে আসে।’
এই শিক্ষার্থী বলেছেন, ‘পৃথিবীর কোন কাজই তুচ্ছ নয়। ভবিষ্যতে বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি কর্মকর্তা হিসেবে দেশের সেবা করার ইচ্ছা আছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন