রিজার্ভের টাকায় বন্ড ছাড়তে যাচ্ছে সরকার
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলারের একটি তহবিল করে দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে গ্রামীণফোনের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার ফারবার্গ সৌজন্য সাক্ষাৎ করেন।
অর্থমন্ত্রী জানান, সভরেন বন্ড নামের এসব বন্ড ইস্যু করে এই অর্থ ব্যবস্থাপনার জন্য শিগগিরই আইন প্রণয়ন ও একটি কর্তৃপক্ষ গঠন করা হবে।
মুহিত বলেন, রিজার্ভের টাকা দিয়ে সর্বোচ্চ পাঁচ বিলিয়ন ডলারের বন্ড ছাড়া হতে পারে তবে আপাতত দুই বিলিয়ন ডলার দিয়ে শুরু করা হবে। এ জন্য আলাদা একটি আইন করতে হবে। এই ফান্ড ব্যবস্থাপনায় অর্থ মন্ত্রণালয়ে আলাদা একটি বিভাগ থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ বর্তমানে ৩১ বিলিয়ন মার্কিন ডলার, যা প্রয়োজনের তুলনায় তিনগুনের কাছাকাছি। বিদেশ থেকে ঋণ নেওয়ার বদলে সরকার বন্ড ইস্যুর মাধ্যমে কীভাবে এই রিজার্ভের অর্থ ব্যবহার করতে পারে তার উপায় খুঁজতে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রীর কাছে জমা দেওয়া সেই কমিটির প্রতিবদনে একটি আইনি কাঠামো তৈরির সুপারিশ করা হয়েছে।
এ সময় প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংক বিনিয়োগের ক্ষেত্রে যে হারে সুদ পেয়ে থাকে এই বন্ডের সুদের হারও তার চেয়ে কম হবে না। তবে তা বিদেশি ঋণের সুদের চেয়ে বেশি হবে। আর প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। প্রাকৃতিক সম্পদশালী দেশে এ ধরনের বন্ডের প্রচলন থাকলেও বাংলাদেশের জন্য এই ধারণা একদম নতুন বলেও জানান তিনি।
গ্রামীণফোনের সিইওর সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তিনি তাঁদের কিছু সমস্যার কথা জানাতে এসেছিলেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আরোপ করা কিছু শর্তের কারণে গ্রামীণফোনের সমস্যা হচ্ছে বলে জানালেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, গ্রামীণফোন বর্তমানে ৪০ শতাংশের মতো করপোরেট ট্যাক্স দেয়। এসব বিষয় নিয়েই গ্রামীণফোনের সিইওর সঙ্গে কথা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন