রুশ বিমান ভূপাতিতের জেরে তুর্কি দূতাবাসে হামলা
তুরস্কে রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার একদিন পর রাশিয়ায় তুরস্কের দূতাবাসে হামলা চালিয়েছে কয়েক শ তরুণ। আজ বুধবার রাশিয়ায় ব্যাপক বিক্ষোভের পর এ হামলার ঘটনা ঘটে। তবে এই হামলায় কেউ আহত হননি।
সিরিয়া-তুরস্ক সীমান্তে গতকাল মঙ্গলবার রাশিয়ার একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তুরস্ক। সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান অভিযানে অংশ নেওয়া ওই যুদ্ধবিমানটি তুর্কি আকাশসীমা লঙ্ঘন করে বলে অভিযোগ তুরস্কের। ওই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এএফপির একজন ফটোগ্রাফার ঘটনাস্থল থেকে জানান, কয়েক শ তরুণ তুরস্কের দূতাবাসে হামলা চালায়। তারা দূতাবাস ভবন লক্ষ্য করে পাথর ও ডিম ছুড়ে মারে। হামলাকারীরা ভবনটির বেশ কয়েকটি জানালা ভাঙচুর করে। হামলার সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানবিরোধী স্লোগান দেওয়া হয়। তুরস্কবিরোধী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায় হামলাকারীদের হাতে। হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু পুলিশের সেই চেষ্টা ব্যর্থ হয়।|
এক পাইলট জীবিত:
ভূপাতিত রুশ যুদ্ধবিমানটির নিখোঁজ হওয়া একজন পাইলট জীবিত আছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানটিতে থাকা আরেক পাইলট গতকাল ঘটনার সময়ই নিহত হন। গার্ডিয়ান অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
প্রেসিডেন্ট পুতিন আজ বুধবার রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে নিশ্চিত করেন, নিখোঁজ হওয়া পাইলট জীবিত আছেন। বার্তা সংস্থা এএফপি জানায়, পুতিন রুশ নাগরিকদের তুরস্ক সফরে না যাওয়ার জন্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের প্রতি সমর্থন জানিয়েছেন।
এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোউগু বার্তা সংস্থাগুলোকে জানান, উদ্ধার হওয়া পাইলট ‘সুস্থ ও নিরাপদ’ আছেন। ১২ ঘণ্টা অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। ওই পাইলটকে সিরিয়ায় সরকারনিয়ন্ত্রিত এলাকায় রাশিয়ার সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে।
এদিকে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে গিয়ে আজ বুধবার দেশটির এক মেরিন সেনা নিহত হন। উদ্ধার অভিযানের সময় সিরিয়ার বিদ্রোহীরা গুলি চালালে ওই সেনা নিহত হন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তুরস্কের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ফোন করেছেন। তুরস্কের সার্বভৌমত্ব রক্ষায় সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন ওবামা। ন্যাটোর মহাসচিব জেন স্টলটেনবার্গ বলেছেন, তিনি তুরস্কের তথ্যকে সমর্থন করেন। বিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর এক জরুরি বৈঠক শেষে তিনি বলেন, ‘আমরা তুরস্কের প্রতি সংহতি প্রকাশ করছি। আমাদের ন্যাটোভুক্ত বন্ধুর সার্বভৌমত্ব রক্ষায় সমর্থন করছি।’
তবে ভ্লাদিমির পুতিন ওই যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টিকে ‘পেছন থেকে ছুরি মারা’ বলে অভিহিত করেছেন। এ ঘটনার পর তুরস্কের সঙ্গে বিদ্যমান সামরিক চুক্তি বাতিলও করেছে রাশিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন