রেস্তোরাঁর ভেতরে কয়েকজন আটকে আছেন
রাজধানীর গুলশানে রেস্তোরাঁর ভেতরে কয়েকজন আটকে আছেন বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্যাবের মহাপরিচালক। তিনি বলেন, ‘রেস্তোরাঁর ভেতরে কয়েকজন অস্ত্রধারী আছেন। আমরা তাদের সঙ্গে শান্তিপূর্ণ যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি।’ রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে কয়েকজন আটকা পড়েছেন বলেও তিনি জানান।
বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা আপনাদের টাইম-টু-টাইম আপডেট দেব। এ জন্য আপনাদের সহযোগিতা চাই।’ জাতির স্বার্থে ঘটনাটি সার্বক্ষণিক সম্প্রচার না করার জন্য অনুরোধ করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত
বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীবিস্তারিত পড়ুন
অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২.৬৬%
সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতি ও মূল্যস্ফীতি উভয়ইবিস্তারিত পড়ুন
গবেষণা: দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে চান ৫৫% তরুণ
দেশের প্রায় ৪২% তরুণ বেকারত্ব নিয়ে উদ্বিগ্ন। তাদের মতে বেকারত্বেরবিস্তারিত পড়ুন