রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সঙ্গে স্থানীয়দের সংর্ঘষ: শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ৩০
দোকানে চাঁদাবাজিকে কেন্দ্র করে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সঙ্গে স্থানীয়দের থেমে থেমে সংর্ঘষ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় পুলিশ-সংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যায় এ সংর্ঘষের ঘটনায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
ওই এলাকার করিম নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কিছু ছেলেরা স্থানীয় কয়েকটি দোকানে চাঁদা দাবি করে। এক পর্যায়ে চাঁদা না দেয়ায় ওই দোকানে ভাঙচুর চালায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই দোকানদাররা একত্র হয়ে বিকেল ৫ টার দিকে চাঁদা দাবি করা ওই ছাত্রলীগের ছেলেদের বিশ্ববিদ্যালয়ে খুঁজতে যায়।
পরে ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীরা একত্রে ওই দোকানদারদের ধাওয়া করে। ওই সময় থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
প্রসঙ্গত, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের কমিটি স্থগিত করা হয়েছে বলেও জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন