র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব
আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ের তালিকায় শীর্ষে থাকা অলরাউন্ডার বাংলাদেশ টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান তার শীর্ষস্থান ধরে রেখেছে। শুক্রবার আইসিসির প্রকাশিত তালিকা থেকে এই তথ্য জানা যায়।
ক্রিকেটের সকল ফর্ম্যাটে সাকিব এক নম্বরে রয়েছেন ৪৩১ পয়েন্ট নিয়ে, আর ভারতের রবীন্দ্র জাদেজা ৪২২ পয়েন্ট নিয়ে। রবিচন্দ্রন অশ্বিন (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড) এবং মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) যথাক্রমে ৪১৩, ৩২৭ এবং ৩১৮ পয়েন্টে টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে অবস্থান করছেন।
অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং রবিচন্দ্র জাদেজা ৯৪১ ও ৮৯৮ পয়েন্ট নিয়ে টেস্ট ক্রিকেটে ব্যাটিং ও বোলিংয়ের শীর্ষে রয়েছেন। কেই উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), চেতেশ্বর পূজারা (ভারত) এবং বিরাট কোহলি (ভারত) যথাক্রমে ৮৮০, ৮৪৮, ৮৪৬ এবং ৮১৮ পয়েন্ট সংগ্রহকারী টেস্ট ব্যাটিং র্যাংকিং তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন।
রবিচন্দ্রন অশ্বিন (ভারত), রংনা হেরাথ (শ্রীলঙ্কা), জোশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া) এবং জেমস এন্ডারসন (ইংল্যান্ড) টেস্ট বোলিং র্যাংকিং তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন, যার মধ্যে যথাক্রমে ৮৬৫, ৮৫৪, ৮২৬ এবং ৮১০ পয়েন্ট রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন