র্যাংকিংয়েও দারুণ উন্নতি সাব্বিরের

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে এর আগে তাঁর অবস্থান ছিল ৬৪তম। এশিয়া কাপের ঠিক আগেও এই র্যাংকিং ছিল বাংলাদেশের তরুণ মিডেল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমানের। কিন্তু এশিয়া কাপের অসাধারণ সাফল্যে টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র্যাংকিংয়েও দারুণ উন্নতি হয়েছে তাঁর। ৪৪ ধাপ এগিয়ে তিনি এখন তিনি ২০তম স্থানে।
সোমবার এই র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টির র্যাংকিংয়ে এটি বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ র্যাংকিং। এই র্যাংকিংয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন ২৫তম স্থানে।
এশিয়া কাপের চূড়ান্ত পর্বের সবচেয়ে বেশি রান করে সাব্বির রহমান পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। পাঁচ ম্যাচে তিনি করেছেন ১৭৬ রান। যাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রানের একটি ঝলমলে ইনিংস রয়েছে। তাঁর পরেই আছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। সমান ম্যাচ থেকে তিনি করেছেন ১৫৩ রান।
এই এশিয়া কাপে অসাধারণ ব্যাটিংয়ের পুরস্কার পেলেন সাব্বির। র্যাংকিংয়ে তাঁর আশাতীত উন্নতি হয়েছে।
টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সাকিব অনেকটা পিছিয়ে থাকলেও এই বিভাগে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে তিনি আছেন দ্বিতীয় স্থানে।
আর দলীয়ভাবে সদ্য এশিয়া কাপ জেতা ভারত আছে শীর্ষে এবং রানার্সআপ বাংলাদেশের অবস্থান দশম।
অবশ্য ওয়ানডের অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সাকিবই শীর্ষে আছেন। আর টেস্ট ও টি-টোয়েন্টির অলরাউন্ডারদের মধ্যে তাঁর অবস্থান দ্বিতীয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন