লক্ষ্মীপুরে দুই ভুয়া চিকিৎসকের আড়াই লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে দুলাল মজুমদার ও শহীদ উল্লাহ স্বপন নামের দুই ভুয়া চিকিৎসকের আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান তাদের এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে গৌরাঙ্গ মজুমদারের ছেলে দুলাল মজুমদার নিজেকে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দাবি করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। সম্প্রতি সদরের পূর্ব দিঘলী গ্রামের মৃত আবদুর রবের ছেলে আজিজ উল্লাহ তার অপচিকিৎসার শিকার হন।
অপরদিকে একই বাজারে শহীদ উল্লাহ স্বপন নিজেকে সার্জন দাবি করে সাধারণ রোগীদের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার এ দুই ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। পরে দুলাল মজুমদারের দুই লাখ টাকা ও শহীদ উল্লাহ স্বপনের ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন