লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১৫টি সিএনজি পুড়ে গেছে
লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা বাজারে মোমিন উল্লাহ নামে এক ব্যক্তির গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ১৫টি সিএনজিচালিত অটোরিকশা। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে চরচামিতা বাজারে মোমিন উল্লাহর সিএনজি গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তে গ্যারেজের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সিএনজির ভেতরে ও গ্যারেজে থাকা ১৫টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয় বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত, ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাগুলো মমিন উল্লাহর গ্যারেজে ভাড়ায় রাখতেন সিএনজি চালকরা। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে ১৫টি সিএনজি পুড়ে গেছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন