লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিম
এবার নিজের ঘরেই ফিরলেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। দুই দিন আগে তিনি অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন মিম।
এ দিকে লাক্স অ্যাম্বাসেডর হিসেবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েই মিম গাজীপুরের লাক্সের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেছেন। এটি নির্মাণ করছেন সাবরিনা আইরিন। আইরিন এর আগে অমিতাভ রেজার সাথে সহকারী হিসেবে কাজ করেছেন বহু বছর। এটি তার নির্দেশিত দ্বিতীয় বিজ্ঞাপন।
লাক্সের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘যেহেতু লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমেই মিডিয়ায় আমার পদার্পণ, তাই লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়া এবং মডেল হওয়া, মনে হচ্ছে যেন নিজের ঘরেই ফেরা। নিজের ঘরে থেকেই কাজ করা। তাই বেশ উচ্ছ্বসিত, পুলকিত ও আনন্দিত আমি। ভালো লাগছে। যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের প্রতিও আমি আন্তরিক কৃতজ্ঞ।’
নির্মাতা সাবরিনা আইরিন জানান ঈদেই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এ দিকে আগামী এক বছর বিদ্যা সিনহা মিম লাক্সের বিভিন্ন প্রচারণায় অংশ নেয়ার পাশাপাশি লাক্সের বিজ্ঞাপনগুলোয় মডেল হিসেবে কাজ করবেন। এরই মধ্যে মিম শেষ করেছেন অনন্য মামুন নির্দেশিত ‘আমি তোমার হতে চাই’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন বাপ্পী সাহা।
গত ঈদে মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় ‘কথোপকথন’ টেলিফিল্মে অভিনয় করেছিলেন মিম এতে তার বিপরীতে ছিলেন তাহসান। তবে এবারের ঈদে তিনি ছোটপর্দার কোনো কাজ করছেন না।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন