লাঞ্চের আগেই কোণঠাসা শ্রীলঙ্কা
ঐতিহাসিক কলম্বো টেস্টে বাংলাদেশের শুরুটা দারুণ হয়েছে। শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। দলীয় ১৩ রানে দিমুথ করুনারত্নেকে মেহেদী হাসান মিরাজের তালুবন্দি করেন কাটার-মাস্টার। এর পর থারাঙ্গাকেও প্রায় ফিরিয়ে দিয়েছিলেন মুস্তাফিজ। বাঁহাতি বোলারের বলে আম্পায়ার লেগবিফোর আউট দিয়েছেন থারাঙ্গাকে। তবে রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান থারাঙ্গা। এর আগেও কয়েকবার লঙ্কান ব্যাটসম্যানদের বিব্রত করেন শুভাশীষ ও মুস্তাফিজ।
এরপর কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি অফস্পিনারের বল খেলতে গিয়ে উইকেট থেকে কিছুটা বেরিয়ে আসেন মেন্ডিস। চতুর মুশফিক উইকেট ভেঙে দিতে মোটেও বিলম্ব করেননি।
মেন্ডিসের পরপরই বিদায় নেন উপুল থারাঙ্গা। মিরাজের দারুণ একটি বলে স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দেন লঙ্কান ওপেনার। ১১ রান করেন থারাঙ্গা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ৫১ রান করেছে শ্রীলঙ্কা। চান্দিমাল ১৬ ও গুনারত্নে ৩ রানে অপরাজিত আছেন।
এর আগে শততম টেস্ট ম্যাচে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বাদ পড়েছেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক ও তাসকিন আহমেদ। দলে ফিরেছেন ইমরুল কায়েস, সাব্বির রহমান ও তাইজুল ইসলাম। আর টেস্ট অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেনের।
গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয় সাব্বির রহমানের। এরপর পাঁচ টেস্টে প্রায় ৩১ গড়ে ২৪৭ রান করেছেন সাব্বির। তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।
বাংলাদেশের ৮৬তম ক্রিকেটার হিসেবে আজ টেস্ট ক্যাপ পরলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এর আগে ঘরোয়া ক্রিকেটে গত বছর তিনটি ডাবল সেঞ্চুরি করেন তরুণ এই ব্যাটসম্যান। এরই মধ্যে ২১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে সাত সেঞ্চুরি ও আটটি হাফ সেঞ্চুরিতে ২,১৩৫ রান করেছেন সৈকত।
আর ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে শততম টেস্টের দলে জায়গা করে নিয়েছেন ইমরুল কায়েস।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও শুভাশীষ রায়।
শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, নিরোশান দিকওয়েলা, আসেলা গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গ লাকমাল, ধনঞ্জয় ডি সিলভা ও লক্ষ্মণ সান্দাকান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন