সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লাঠির ৩টি আঘাতের মূল্য ৫০০ টাকা!

ঘড়ির কাটায় সময় ঠিক ৭টা। রাজধানী ঢাকার হাতিরপুল এলাকার ইস্টার্ন প্লাজার সামনের রাস্তা বন্ধ করে জড়ো হয়েছে মানুষ, চলছে কথা কাটাকাটি। গত রোববারের ঘটনা এটি।

ঠিক সেই সময়েই ওখান থেকে যাচ্ছিলেন এক প্রতিবেদক। সেখানে গিয়ে এই প্রতিবেদক জানতে পারলেন, রফিক নামের এক রিকশাচালককে লাঠি দিয়ে আঘাত করেছে এক প্রাইভেটকার চালক। এ কারণেই সেখানে মানুষ জড়ো হয়েছে।

ঘটনা সম্পর্কে রিকশাচালক এ প্রতিবেদককে বলেন, ‘যানজটের কারণে রিকশা দাঁড়িয়ে ছিল। পেছনে একটি প্রাইভেটকার ছিল। ওই প্রাইভেটকারের চালক পেছন থেকে আমার রিকশাকে ধাক্কা দিচ্ছিল। এর প্রতিবাদ করায় ওই চালক আমাকে লাঠি দিয়ে ৩/৪ টা বাড়ি (আঘাত) মারে। এরপর সবাই দেখতে পেয়ে প্রতিবাদ করছে।’

ঘটনার পর সেখানে উপস্থিত হওয়া জনতা ঘটনার সাথে জড়িত ঢাকা মেট্রো-ঘ-১৩-৭১৫৬ নাম্বারের গাড়ির চালককে গাড়ি নিয়ে যেতে দিচ্ছিল না এবং রিকশাচালককে চিকিৎসা খরচ দেয়ার জন্য চাপ দেয় উপস্থিত জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই প্রাইভেটকারের চালক গাড়ি থেকে নেমে একটা লাঠি দিয়ে রিকশা চালক রফিককে কয়েকটা আঘাত করে। এরপর সঙ্গে সঙ্গে আশপাশের ব্যবসায়ী, সাধারণ মানুষ প্রাইভেটকারের চালক ও তার গাড়ি আটকিয়ে দেয়।

এরপর জনতা প্রাইভেটকারের চালককে বাধ্য করে চিকিৎসা খরচ দিতে। তখন রিকশা চালক রফিককে ৫০০টাকা চিকিৎসা খরচ দেয় প্রাইভেটকারের ওই চালক। এরপর রিকশাচালকের কাছে মাফও চায় ওই প্রাইভেটকার চালক।

চিকিৎসা খরচ এবং রিকশা চালকের কাছে মাফ চাওয়ার পর জনতা ওই প্রাইভেটকার চালককে গাড়িসহ ছেড়ে দেয় এবং এমন কাজ আর কখনও না করার জন্য বলেন।

প্রাইভেটকার চালকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি এ প্রতিবেদকের সাথে কোন কথা বলেন নি।

ঘটনা শেষে সেখানে উপস্থিত থাকা কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘কিছু-কিছু মানুষ আছে যারা রিকশা চালক, দিন মুজুরের গায়ে হাত তুলে। এটা কখনই ঠিক নয়। আর এ প্রাইভেটকার চালকও অন্যায় করেছে। তাই আমরা সবাই মিলে তাকে আটকিয়ে রিকশা চালকের কাছে মাফ চাইতে বাধ্য করেছি এবং রিকশা চালকের চিকিৎসার জন্য ৫০০টাকা আদায় করা হয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ