লালন-পালনের নামে নবজাতক বিক্রি

লালন-পালনের নামে নবজাতক বিক্রি করা হচ্ছে সালমা বেগমের পেশা। নানা ফন্দিফিকির করে লালন-পালন করার কথা বলে তিনি নবজাতক নিয়ে থাকেন। এভাবেই তিনি সাত থেকে আট নবজাতক বিক্রি করেছেন। বিনিময়ে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা।
একই কৌশলে সালমা বেগম রাজধানীর বাড্ডা এলাকার জনৈকা মীনা বেগমের দুই দিন বয়সী নবজাতক সন্তানকে মাতৃস্নেহে লালন-পালনের কথা বলে গ্রহণ করেন। আর সে সন্তানটিও এক লাখ টাকায় বিক্রি করছিলেন। কিন্তু শেষমেষ র্যাবের হাতে তাকে ধরা পড়তে হয়েছে। র্যাব নবজাতককে উদ্ধারের পর তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।
র্যাব জানায়, শুক্রবার বিকালে রাজধানীর শান্তিবাগের ১৩৭ নম্বরের ‘মাশাল্লা ম্যানশন’ নামে একটি ভবনের দ্বিতীয় তলা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ সময় সেখানে সালমাসহ চারজনকে আটক করা হয়।
আটক অন্যরা হলেন- সালমার স্বামী সাইফুল ইসলাম, চক্রের সদস্য গৃহকর্মী আনেয়ারা এবং গাড়িচালক বাবু।
র্যাব বলছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি প্রতারণা ও চুরিসহ বিভিন্নভাবে নবজাতক নিয়ে মোটা অংকের টাকায় বিক্রি করে আসছিল।
র্যাব-৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. কামরান কবির জানান, সালমা নিজেকে বন্ধা বলে জানিয়ে বাড্ডার মীনা বেগম নামে এক নারীর ওই সন্তানকে লালন-পালনের কথা বলে নিয়ে আসেন। মা হিসেবে নিজের ছেলের মতো লালন-পালনের কথা বলে দুই দিনের ওই নবজাতককে নিয়ে আসেন। এরপর শান্তিবাগে এক ব্যক্তির কাছে ওই নবজাতককে এক লাখ টাকায় বিক্রি করছিলেন সালমা ও তার স্বামীসহ চক্রের সদস্যরা।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সালমাসহ চারজনকে আটক করা হয়। একই সঙ্গে সালমার হেফাজত থেকে মীনার দুই দিন বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়।
মেজর কামরান আরো জানান, সালমা নিজেকে একেক জায়গায় একেক পরিচয় দিয়ে থাকেন। ২০১৩ সাল থেকে তিনি এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত। শান্তিবাগের ওই বাড়িটিতে দুদিন বয়সের একটি ছেলে শিশুর জন্য একটি গ্রুপের কাছ থেকে সালমা এক লাখ টাকা নেন।
তবে এ ঘটনায় মীনাকে টাকা দিয়ে নবজাতকটি এনেছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্য ঘটনাগুলো জানতে সালমাসহ আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন