শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

লালন-পালনের নামে নবজাতক বিক্রি

লালন-পালনের নামে নবজাতক বিক্রি করা হচ্ছে সালমা বেগমের পেশা। নানা ফন্দিফিকির করে লালন-পালন করার কথা বলে তিনি নবজাতক নিয়ে থাকেন। এভাবেই তিনি সাত থেকে আট নবজাতক বিক্রি করেছেন। বিনিময়ে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা।

একই কৌশলে সালমা বেগম রাজধানীর বাড্ডা এলাকার জনৈকা মীনা বেগমের দুই দিন বয়সী নবজাতক সন্তানকে মাতৃস্নেহে লালন-পালনের কথা বলে গ্রহণ করেন। আর সে সন্তানটিও এক লাখ টাকায় বিক্রি করছিলেন। কিন্তু শেষমেষ র‌্যাবের হাতে তাকে ধরা পড়তে হয়েছে। র‌্যাব নবজাতককে উদ্ধারের পর তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।

র‌্যাব জানায়, শুক্রবার বিকালে রাজধানীর শান্তিবাগের ১৩৭ নম্বরের ‘মাশাল্লা ম্যানশন’ নামে একটি ভবনের দ্বিতীয় তলা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ সময় সেখানে সালমাসহ চারজনকে আটক করা হয়।

আটক অন্যরা হলেন- সালমার স্বামী সাইফুল ইসলাম, চক্রের সদস্য গৃহকর্মী আনেয়ারা এবং গাড়িচালক বাবু।

র‌্যাব বলছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি প্রতারণা ও চুরিসহ বিভিন্নভাবে নবজাতক নিয়ে মোটা অংকের টাকায় বিক্রি করে আসছিল।

র‌্যাব-৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. কামরান কবির জানান, সালমা নিজেকে বন্ধা বলে জানিয়ে বাড্ডার মীনা বেগম নামে এক নারীর ওই সন্তানকে লালন-পালনের কথা বলে নিয়ে আসেন। মা হিসেবে নিজের ছেলের মতো লালন-পালনের কথা বলে দুই দিনের ওই নবজাতককে নিয়ে আসেন। এরপর শান্তিবাগে এক ব্যক্তির কাছে ওই নবজাতককে এক লাখ টাকায় বিক্রি করছিলেন সালমা ও তার স্বামীসহ চক্রের সদস্যরা।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সালমাসহ চারজনকে আটক করা হয়। একই সঙ্গে সালমার হেফাজত থেকে মীনার দুই দিন বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়।

মেজর কামরান আরো জানান, সালমা নিজেকে একেক জায়গায় একেক পরিচয় দিয়ে থাকেন। ২০১৩ সাল থেকে তিনি এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত। শান্তিবাগের ওই বাড়িটিতে দুদিন বয়সের একটি ছেলে শিশুর জন্য একটি গ্রুপের কাছ থেকে সালমা এক লাখ টাকা নেন।

তবে এ ঘটনায় মীনাকে টাকা দিয়ে নবজাতকটি এনেছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্য ঘটনাগুলো জানতে সালমাসহ আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “দেশের সিস্টেমগুলোতে ক্যান্সারবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক, শর্ত চার

চার শর্তে বাংলাদেশকে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারবিস্তারিত পড়ুন

  • কেজরিওয়ালের পদত্যাগের পর কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? আলোচনায় আছেন যারা 
  • মহানবীর আদর্শে বৈষম্যহীন সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব: ধর্ম উপদেষ্টা
  • নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে শেহবাজ শরিফের 
  • কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ট্রাম্পকে হত্যা করতে চায়, কে এই রায়ান রুথ?
  • ঢাবির শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে হাসনাত আবদুল্লাহর ১৪ দাবি
  • মঙ্গলবার রাজধানীতে বিএনপির গণসমাবেশ 
  • আর্থিকখাতে যুবকদের অন্তর্ভুক্তি: আন্তর্জাতিক পুরস্কার পেল বাংলাদেশ ব্যাংক
  • বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: স্থানীয় সরকার উপদেষ্টা
  • অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
  • মাজারের শৃঙ্খলা রক্ষায় ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
  • এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে: চিফ প্রসিকিউটর