বুধবার, নভেম্বর ১২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লালন-পালনের নামে নবজাতক বিক্রি

লালন-পালনের নামে নবজাতক বিক্রি করা হচ্ছে সালমা বেগমের পেশা। নানা ফন্দিফিকির করে লালন-পালন করার কথা বলে তিনি নবজাতক নিয়ে থাকেন। এভাবেই তিনি সাত থেকে আট নবজাতক বিক্রি করেছেন। বিনিময়ে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা।

একই কৌশলে সালমা বেগম রাজধানীর বাড্ডা এলাকার জনৈকা মীনা বেগমের দুই দিন বয়সী নবজাতক সন্তানকে মাতৃস্নেহে লালন-পালনের কথা বলে গ্রহণ করেন। আর সে সন্তানটিও এক লাখ টাকায় বিক্রি করছিলেন। কিন্তু শেষমেষ র‌্যাবের হাতে তাকে ধরা পড়তে হয়েছে। র‌্যাব নবজাতককে উদ্ধারের পর তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।

র‌্যাব জানায়, শুক্রবার বিকালে রাজধানীর শান্তিবাগের ১৩৭ নম্বরের ‘মাশাল্লা ম্যানশন’ নামে একটি ভবনের দ্বিতীয় তলা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ সময় সেখানে সালমাসহ চারজনকে আটক করা হয়।

আটক অন্যরা হলেন- সালমার স্বামী সাইফুল ইসলাম, চক্রের সদস্য গৃহকর্মী আনেয়ারা এবং গাড়িচালক বাবু।

র‌্যাব বলছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি প্রতারণা ও চুরিসহ বিভিন্নভাবে নবজাতক নিয়ে মোটা অংকের টাকায় বিক্রি করে আসছিল।

র‌্যাব-৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. কামরান কবির জানান, সালমা নিজেকে বন্ধা বলে জানিয়ে বাড্ডার মীনা বেগম নামে এক নারীর ওই সন্তানকে লালন-পালনের কথা বলে নিয়ে আসেন। মা হিসেবে নিজের ছেলের মতো লালন-পালনের কথা বলে দুই দিনের ওই নবজাতককে নিয়ে আসেন। এরপর শান্তিবাগে এক ব্যক্তির কাছে ওই নবজাতককে এক লাখ টাকায় বিক্রি করছিলেন সালমা ও তার স্বামীসহ চক্রের সদস্যরা।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সালমাসহ চারজনকে আটক করা হয়। একই সঙ্গে সালমার হেফাজত থেকে মীনার দুই দিন বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়।

মেজর কামরান আরো জানান, সালমা নিজেকে একেক জায়গায় একেক পরিচয় দিয়ে থাকেন। ২০১৩ সাল থেকে তিনি এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত। শান্তিবাগের ওই বাড়িটিতে দুদিন বয়সের একটি ছেলে শিশুর জন্য একটি গ্রুপের কাছ থেকে সালমা এক লাখ টাকা নেন।

তবে এ ঘটনায় মীনাকে টাকা দিয়ে নবজাতকটি এনেছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্য ঘটনাগুলো জানতে সালমাসহ আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত