লালবাগের অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ৪

রাজধানীর লালবাগে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজন শিশু রয়েছে। বুধবার রাত ২ টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন, রেজাউল (২৬), তাঁর স্ত্রী রানি (২০), ও তাঁদের দুই মেয়ে আনিকা (৩), সানজিদা (২)। জানা গেছে, বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, দুই শিশুর মধ্যে আনিতার শরীরের ২৬ শতাংশ ও সানজিদার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গেছে। বাবা রেজাউলের শরীরের ১৪ শতাংশ ও মা রানি বেগমের শরীরের ২৫ শতাংশ পুড়েছে।
দগ্ধ রেজাউল জানান, তাঁর স্ত্রী রাতে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। বাড়ির মালিক জানান, বিকট শব্দ শুনে তাঁরা ওই বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন আগুন জ্বলছে। তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটল তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন