লালমনিরহাটে মাদরাসা সুপারের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা !
সোহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাট জেলার লামনিরহাট সদর উপজেলার কালমাটি দাখিল মাদরাসা সুপারের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল সাবিনা খাতুন(১৩) নামে ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রী ।
বৃহস্পতিবার(৬অক্টোবর) দিনগত রাতে বিয়ের বাড়িতে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামের সেকেন্দার আলীর মেয়ে সাবিনা খাতুন স্থানীয় কালমাটি দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।
বৃহস্পতিবার(৬অক্টোবর) দিনগত রাতে তার বিয়ের আয়োজন করে তার পরিবার। এমন একটি গোপন খবরে সাবিনার মাদরাসার সুপার মিজানুর রহমান সঙ্গিয় শিক্ষকরাসহ গ্রাম পুলিশ নিয়ে ওই বিয়ের বাড়িতে উপস্থিত হন।
এ সময় সবাই পালাতে চেষ্টা করলেও তাদেরকে কৌশলে ডেকে নিয়ে বাল্য বিয়ের কুফল ও চলমান আইন নিয়ে আলোচনা করলে সাবিনার বাল্য বিয়ে বন্ধের ঘোষনা দেন তার পরিবার।
অবশেষে সাবিনা খাতুনকে প্রাপ্ত বয়স্কা না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে তার বাবা মা মুছলেকা দেন।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুপার বাল্য বিয়ের খবর দিলে তাকে গ্রাম পুলিশসহ গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেয়া হয়। কালমাটি দাখিল মাদরাসার সুপারের মত সকল প্রতিষ্ঠান প্রধানকে বাল্য বিয়ে প্রতিরোধে সক্রিয় ভুমিকা রাখার আহবান জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ
আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন
পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন