লিঙ্গ পরিবর্তন করে গর্ভধারণের মাধ্যমে প্রথমবারের মতো সন্তান জন্ম !
লিঙ্গ পরিবর্তন করে গর্ভধারণের মাধ্যমে প্রথমবারের মতো সন্তান জন্ম দিতে চলেছেন এক ব্রিটিশ ‘পুরুষ’। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টাইমস’ এ খবর জানিয়েছে।
খবরে জানানো হয়, হেইডেন ক্রস নামের ওই ব্রিটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক শুক্রাণুদাতার খোঁজ পাওয়ার পর তাঁর লিঙ্গ পরিবর্তন করে গর্ভধারণ করেন।
ক্রস আশা করেছিলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) তাঁর ডিম্বাণু হিমায়িত করে রেখে ভবিষ্যতে সন্তান জন্ম দিতে পারবেন। এর জন্য ২০ বছর বয়সী ক্রস চার হাজার পাউন্ড খরচ করতে চেয়েছিলেন। কিন্তু এনএইচএস তাতে রাজি হয়নি।
দ্য সানের খবরে বলা হয়েছে, সাবেক এই সুপার মার্কেটকর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সাহায্যে একজন শুক্রাণুদাতা খুঁজে পান এবং এখন তিনি সফলভাবে গর্ভধারণ করতে পেরেছেন। কয়েক মাস পর তিনি সন্তান জন্ম দেবেন।
ক্রসের গর্ভধারণের ১৬ সপ্তাহ চলছে। তিনি বলেন, ‘আমি একটি ভালো বাচ্চা চাই, আমি সেরা বাবা হতে চাই।’ তিনি আশা করছেন, তিনিই প্রথম ব্রিটিশ ‘পুরুষ’ হিসেবে সন্তান জন্ম দিতে যাচ্ছেন।
শুক্রাণুদাতা খোঁজার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছিলেন ক্রস। তাঁর জন্য একজন অপরিচিত দাতা এগিয়ে এসেছিলেন। ক্রস প্রথমবারেই গর্ভধারণ করতে সক্ষম হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন