লুইসের ব্যাটে প্রথম সেঞ্চুরি, শীর্ষে বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথম ১৫টি ম্যাচে টোয়েন্টি২০ ক্রিকেটের মারকাটারি ব্যাটিংয়ের দেখা মেলেনি। ১৬তম ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। তবে এ ম্যাচেই দেখা মিলেছে বিপিএলের তৃতীয় আসরে প্রথম সেঞ্চুরির। এভিন লুইসের সেঞ্চুরিতে ভর করে ঢাকা ডায়ানামাইটসকে ৯ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের সেরা দল এখন বরিশাল বুলস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। তবে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলেও একপ্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
আউট হওয়ার আগে শ্রীলঙ্কান কিংবদন্তি দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান (৪৭ বলে) করেছেন। আর শেষের দিকে রায়ান টেন ডয়েসচেটের ৩২ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ঢাকা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করেছে দলটি।
বরিশালের পক্ষে কেভন কুপার ও সিকুগে প্রসান্না ২টি করে উইকেট নিয়েছেন।
১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অনায়াসেই জয় পেয়েছে বরিশাল বুলস। ১২৭ রানের ওপেনিং জুটিই ম্যাচটি বরিশালের জন্য সহজ করে দিয়েছে। তাই ব্যক্তিগত ৩৮ রানে ওপেনার রনি তালুকদার বিদায় নিলেও ম্যাচ বরিশালের নিয়ন্ত্রণেই থেকেছে। আর অপর ওপেনার এভিন লুইস উপহার দিয়েছেন এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি।
লুইসের ৬৫ বলে অপরাজিত ১০১ রানের ঝড়ো ইনিংসটি ম্যাচের ৮ বল বাকী থাকতেই বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে, ৯ উইকেট হাতে রেখে। ৭ চার ও ৬ ছক্কায় দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন লুইস। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি।
ঢাকার পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন আবুল হাসান।
এ জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে বরিশাল বুলস। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ঢাকা ডায়নামাইটস রয়েছে টেবিলের চতুর্থ স্থানে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন