লুঙ্গির নিচে শর্ট প্যান্ট পরে আসে চাপাতিঅলা!
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা। ঢাকা সেনানিবাসের কচুক্ষেত এলাকার ১৩ নম্বর এমপি চেকপোস্টের সামনের সড়ক। উত্তর দিক থেকে দক্ষিণে যাচ্ছিল একটি রিকশা। ওই সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ। ল্যান্স কর্পোরাল সামিদুল ইসলাম রিকশাটিকে থামালেন। নিষেধাজ্ঞার পরেও যাতায়াতের ব্যাপারে রিকশাচালকের সঙ্গে কথা বলছিলেন তিন।
এ সময় খয়েরি রঙের ফুল হাতা শার্ট আর চেকের লুঙ্গি পরা ও লুঙ্গির নিচে শর্ট প্যান্ট পরা ৩০-৩৫ বছর বয়সী এক যুবক পেছন দিক থেকে সামিদুলের উপর চাপাতি নিয়ে হামলা চালায়। তার বাম ঘাড়ে ও চোয়ালে কোপাতে থাকে যুবক। বাধা দিতে গেলে সামিদুলের হাতেও আঘাত করা হয়।
চেকপোস্টের অন্য সেনা সদস্যরা, পুলিশ, সেনা বাহিনীর সাদা পোশাকের সদস্যরা এগিয়ে এলে ওই যুবক দৌড় দেয়। এ সময় তারাও ওই দুর্বৃত্তকে ধাওয়া করে প্রায় ঘণ্টাখানেক পরে রে তাকে আটক করা হয়।
কাফরুল থানার এসআই মেহেদী হাসান গণমাধ্যমের কাছে চাপাতিঅলা যুবককে আটকের ঘটনা স্বীকার করলেও তার নাম প্রকাশ করতে রাজি হননি।
স্থানীয়রা জানিয়েছেন, সেনা সদস্য সামিদুলকে ছুরিকাঘাতের পর ওই ব্যক্তি উত্তর কাফরুল স্কুল রোডে ঢোকে। ওই যুবকের পরনে ছিল খয়েরি রঙের ফুল হাতা শার্ট আর চেকের লুঙ্গি। ভেতরে শর্ট প্যান্ট ছিল।
ধাওয়া খেয়ে ওই যুবক প্রথমে আরমান সাহেবের বাসা গলির ২৩৯/২ নম্বর বাড়ির গেটের সামনে দাঁড়ায়। প্রায় দুই ফুট লম্বা ছুরি নাড়াতে নাড়াতে তিনি ধাওয়াকারীদের উদ্দেশে বলতে থাকে, ‘কেউ সামনে আসবি না, আসলে কোপাব’।
তারপর ওই যুবক সেখান থেকে বের হয়ে উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ে ঢোকার চেষ্টা করে। তবে কালীপূজা উপলক্ষে বিদ্যালয়টি বন্ধ থাকায় সে সেখানে ঢুকতে পারেনি। চলে যায় পাশের গলির ২৩৯/২/খ নম্বর বাড়িতে। ওই বাড়ির প্রধান ফটক খোলা ছিল। ভবনের কলাপসিবল গেটও খোলা ছিল। সে দৌড়ে ওই ভবনের পাঁচতলায় ওঠে যায়। ছাদে যাওয়ার চেষ্টা করেও পারেনি। ছাদের দরজা বন্ধ ছিল। এর মধ্যে কাফরুল থানার পুলিশ, মিলিটারি পুলিশ, সামরিক বাহিনীর সাদা পোশাকের কর্মকর্তারা ওই বাড়ির সামনে অবস্থান নেন।
ওই যুবক পাঁচতলায় থাকার সময় বাড়িটির দারোয়ান হারুনুর রশীদ ভবনের কলাপসিবল গেট আটকে দেয়। পরে ‘নেমে না এলে গুলি করা হবে’ – এমন হুমকি দেওয়ার পর চাপাতিঅলঅ নিচে নেমে আসে। ছাদ থেকে নেমে আসার সময় সে বাসার দোতলার দরজার সামনে থাকা পাপোশে রক্তমাখা ছুরিটি লুকিয়ে রেখে আসলেও পরে তা উদ্ধার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন