লেকের পানিতে প্রতিবন্ধীর লাশ
রাজশাহী: মহানগরীর ভদ্রা আবাসিক এলাকার লেকের পানি থেকে জীবন (২৩) নামে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে লাশ উদ্ধার করা হয়। জীবন মহানগরীর ভদ্রা জামালপুর বস্তির বাসিন্দা।
ভদ্রা পুলিশ ফাঁড়ির হাবিলদার হানিফ জানান, সকালে আশপাশের লোকজন লেকের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়। পরে তারা গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত জীবনের দ্বিতীয় স্ত্রী আদুরি জানান, ভদ্রা পার্কের পাশের বস্তিতে থাকেন তিনি। তার স্বামী জীবন পাশের জামালপুর বস্তিতে থাকতো। জীবনের এক পা কাটা ছিল। রাতে তার কাছে আসার কথা ছিল জীবনের।
জীবনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জীবন সাঁতার জানতেন না। রাতে সাইকেল নিয়ে তিনি তার স্ত্রী আদুরির কাছে যাবে বলে বের হয়। তার স্ত্রীর বাড়িতে যাওয়ার রাস্তা ওই লেকের পাশ দিয়েই।
ভদ্রা পুলিশ ফাঁড়ির হাবিলদার হানিফ জানান, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে যে আসলে তাকে হত্যা করা হয়েছে না লেকের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন