‘ল্যারি’কে ভালোবাসার ছবিসহ প্রমাণ দিলেন ডেভিড ক্যামেরন
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া ঠেকাতে না পেরে নিজেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ এবং প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিট ছেড়েছেন ডেভিড ক্যামেরন। তবুও ব্রিটিশ মিডিয়া পিছু ছাড়ছে না তার। ক্যামেরনকে নিয়ে আলোচনার নতুন বিষয় ‘ল্যারি’।
এই ‘ল্যারি’ কোনো ব্যক্তি নয় বরং প্রধানমন্ত্রীর বাসভবনে ইদুর তাড়িয়ে বেড়ানো বিড়াল মহাশয়! এই ‘ল্যারি দ্য ক্যাট’ কে নাকি খুব ভালোবাসেন সদ্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিন্তু ক্যামেরন-ল্যারির এই ভালোবাসার প্রতি সন্দেহের আঙ্গুল উঠিয়েছে ব্রিটিশ মিডিয়া।
ব্রিটিশ মিডিয়ার ভাষ্য অনুযায়ী এই ভালোবাসা ছিলো লোক দেখানো। আসলে নিজের প্রচারণায় বিড়ালটিকে ব্যবহার করেছেন ক্যামেরন। তাইতো ডাউনিং স্ট্রিটের ১০ নম্বরে একাকী ফেলে গেছেন ল্যারিকে।
জবাবে ভালোবাসার প্রমাণসহ কেনো ল্যারিকে সেখানে রেখে গেছেন তা ব্যাখ্যা করেছেন ক্যামেরন। টুইটারে ল্যারিকে কোলে বসিয়ে আদর করার একটি ছবি দিয়ে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘গুজব উঠেছে আমি নাকি ল্যারিকে ভালোবাসিনি, এই দেখুন ছবিসহ প্রমাণ’।
কেনো ভালোবাসার ল্যারিকে ফেলে গেলেন তার ব্যাখ্যায় ক্যামেরন বলেন,‘ দুঃখজনক হলেও সত্য যে আমি ল্যারিকে সঙ্গে নিতে পারিনি। কারণ সে প্রধানমন্ত্রীর বাসভবনের বাসিন্দা। সে বাড়ির সব কর্মচারীও ল্যারিকে আমার মতোই ভীষণ ভালোবাসে।’
ডেভিড ক্যামেরন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ত্যাগের পর একাকী ল্যারির একটি ছবি এখন ইন্টারনেট দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে। ছবিটিতে দেখা যায় প্রধানমন্ত্রী বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে। তার পায়ে আবার চিতা প্রিন্টের একজোড়া জুতা। পাশেই রেলিঙের ধারে বসে সন্দিগ্ধ চোখে জুতা জোড়ার দিকে তাকিয়ে আছে ল্যারি!
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন