শখের ফোনটি সঠিক নিয়মে চার্জ দিচ্ছেন তো ?
সারা দিন নানা কাজে ব্যস্ত থাকার কারণে স্মার্টফোনের ওপর দিয়ে চাপটাও যায় বেশি। ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার করা, ছবি তোলা—সব কাজেই তো ভরসা ওই স্মার্টফোন। সঙ্গে বহনযোগ্য চার্জার না থাকলে রাতে ঘরে ফিরে চার্জ দিতে হয়। প্রতিটি ব্যাটারির একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রেও তা-ই। স্মার্টফোন ব্যবহারের ধরনের ওপর এর ব্যাটারির আয়ু নির্ভর করে। এ ক্ষেত্রে মুঠোফোনে চার্জ দেওয়ার পদ্ধতি ও চার্জারের ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন সারা রাত মুঠোফোন চার্জ দিয়ে রাখলে দীর্ঘ মেয়াদে ব্যাটারির আয়ু কমে। অন্যদিকে সস্তা চার্জার ব্যবহারে স্মার্টফোন ও ব্যাটারির বিপদ ডেকে আনতে পারে। অনেক সময় বিস্ফোরণ ঘটতে পারে।
স্মার্টফোনে চার্জ দেওয়ার কয়েকটি পরামর্শ জেনে নিন:
১) নিজের চার্জার ব্যবহার করুন: প্রত্যেক ফোনের ব্যাটারি অনুযায়ী চার্জার তৈরি করা হয়। একই পোর্টের অন্য চার্জার হলে ভোল্টেজ আউটপুট এবং কারেন্ট রেট এক নাও হতে পারে। ফলে আপনার ফোন এবং ব্যাটারির এক সঙ্গে ক্ষতি করছে এই অভ্যাস।
২) সস্তা চার্জার একেবারেই নয়: চার্জার খারাপ হতেই পারে। তবে তার বদলি হিসাবে কমদামি চার্জার একেবারেই ব্যবহার করবেন না। সস্তা চার্জারে ভোল্টেজ ফ্লাকচুয়েশন বা ওভারচার্জিংয়ের থেকে বাঁচার কোনও রকম মেকানিজম থাকে না। চার্জ দেওযার সময় ফোন এবং ব্যাটারি উভয়েরই বড় রকম ক্ষতি হতে পারে।
৩) প্রোটেক্টিভ কেস খুলে নিন: চার্জ দেওয়ার সময় অবশ্যই ফোনের প্রোটেক্টিভ কেস খুলে নিন। চার্জিংয়ের সময় ব্যাটারি একটু গরম হওয়া স্বাভাবিক। তবে হিট যদি বেরিয়ে যেতে না পারে তবেই সমস্যা তৈরি হবে।
৪) সারারাত চার্জ কখনও নয়: অত্যন্ত বাজে একটা প্র্যাক্টিস। সব থেকে বেশি ক্ষতি হয় ব্যাটারির এবং সার্বিক ভাবে ফোনের।
৫) অন্তত ৮০% চার্জ করুন: জরুরি কোনও কাজে বেরিয়ে যাবেন। হাতে সময় কম। তা হলে ফোন চার্জিং থেকে বিরত থাকুন। একবার চার্জে বসালে কমপক্ষে ৮০ শতাংশ চার্জ করুন। এতে ব্যাটারি ভালো থাকবে।
৬) চার্জে দিয়ে ফোন ব্যবহার নয়: অনেকেই চার্জে দিয়ে গেম খেলেন, ফোনে কথা বলেন, বা সোশ্যাল নেটওয়র্কে ব্যস্ত থাকেন। এটা করা থেকে বিরত থাকুন। চার্জিংয়ের সময় ফোন গরম হয়। সে সময় ফোন ব্যবহার করলে ফোনের তাপমাত্রা দ্রুত হারে বাড়তে থাকে। তা ছাড়া বিস্ফোরণেরও ভয় আছে এতে। পাওয়ার ব্যাঙ্ক ব্যবহারের সময়ও এটা খেয়াল রাখতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন