শচিনকে যারা কষ্ট দেন…
দেশের ছয়টি বিশ্বকাপ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ১০০ টি সেঞ্চুরি। ক্রিকেট ছাড়ার পরও আজও একই ভাবে মানুষের মনে জায়গা নিয়ে আছেন শচিন রমেশ টেন্ডুলকার।
এমন একজন মানুষকে কষ্ট দেবার স্পর্ধা কার আছে?
শচিন নিজেই জানালেন সেসব মানুষদের কথা। এনডিটিভিকে তিনি বলেন, ‘যারা ট্রাফিক আইন ভঙ্গ করেন তাদের আচরণে আমি কষ্ট পাই। মানুষগুলোকে আরও সৎ হতে হবে। আমি চাই মানুষ ট্রাফিক আইনের ব্যাপারে আরও সচেতন হোক।’
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বল শচিন আরও বলেন, ‘আমি অনেক সময় দেখে মানুষ জেব্রা লাইন ক্রস করছে, অথচ তখন লাল বাতি জ্বালনো আছে। বাইকে দু’জন মানুষ থাকলে দেখা যায় একজনের হেলমেট আছে। আসলে মানুষের নিজের নিরাপত্তার জন্যই প্রাথমিক এই আইনগুলো জানা ও মেনে চলা দরকার।
ট্রাফিক আইন মেনে চলার জন্য শচিন দারুণ এক পরামর্শও দিয়েছেন, ‘যখন সিগনালে লাল আলো জ্বলবে, তখন জেব্রা ক্রসিংয়ে কাটা বিছিয়ে দেয়া যেতে পারে। এতে করে কেউ চাইলেও আর তখন রাস্তা পারাপার করতে পারবেন না!’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন