শচীন, ধোনিরা যা করেননি তা করে দেখালেন জাদেজা
শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি কিংবা মহেন্দ্র সিং ধোনি ভারতের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একেকটি বিখ্যাত নাম। কিন্তু তারা যা করতে পারেননি তাই করে দেখালেন স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে জাদেজার নামে রিলিজ হলো মোবাইল অ্যাপ।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই তিনি নিজের অ্যাপ আনার কথা ঘোষণা করেন জাদেজা। মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা ‘এসকেপ-এক্স’ এর সহযোগিতায় এই অ্যাপ তৈরী করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে ক্রিকেট ভক্তরা সরাসরি জাদেজার সোশ্যাল অ্যাকাউন্টগুলো যেমন দেখতে পারবেন, তেমনই সহজে তারকা ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। এই অ্যাপে পুশ নোটিফিকেশন, জাদেজার বিভিন্ন ভিডিও, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট, সাবস্ক্রিশন সার্ভিসের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার উপভোগ করার সুবিধা রয়েছে।
‘
এসকেপ-এক্স’এর সিইও সেফি শাপিরা বলেছেন, ‘ভারতের জাতীয় দলের তারকা এবং বিশ্বের ১ নম্বর টেস্ট বোলারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা গর্বিত। ভারতীয় ভক্তদের মধ্যে জাদেজার জনপ্রিয়তা প্রশ্নাতীত। এই অ্যাপের মাধ্যমে জাদেজার সঙ্গে ভক্তরা সহজে যেমন যোগাযোগ করতে পারবেন, তেমনই ওর নিজস্ব দুনিয়ার বিষয়েও অনেক কিছু জানতে পারবেন। ‘
জাদেজা নিজের অ্যাপের কথা বলতে গিয়ে জানান, ‘ভক্তদের সঙ্গে আরও কাছাকাছি আসার মাধ্যম হিসেবে এই অ্যাপ একদম ঠিকঠাক পদ্ধতি। এখন থেকে আমার সঙ্গে ভক্তদের যোগাযোগ আরও সহজ হবে। ‘
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন