শনিবার থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু
ভোটার তালিকা হালনাগাদ শনিবার থেকে শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে দেশের অন্তত দুশ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন। ইসি কর্মকর্তারা জানান, শনিবার সকাল ১১টায় নরসিংদীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন।
ভোটার তালিকা হালনাগাদে ২০১৮ সালের ১ জানুয়ারির মধ্যে যারা ভোটারযোগ্য হবেন তাদের তথ্য সংগ্রহ করা হবে। অর্থাত্ যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম হয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হবে। এবারই প্রথম যাদের বয়স ১৫ থেকে ১৭ বছর হয়েছে সে সকল নাগরিকের তথ্যও সংগ্রহ করবে কমিশন। এ কার্যক্রমে ৭২ লাখ নতুন ভোটারযোগ্য নাগরিককে নিবন্ধনের টার্গেট নেয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন চলবে। পর্যায়ক্রমে দেশের ৫১৪ উপজেলার তথ্য সংগ্রহ করা হবে।
দেশের ৫১৪ উপজেলায় তিন ধাপে তথ্য সংগ্রহ চলবে; ২৫ জুলাই ১৮৯ উপজেলায়, ১৬ আগস্ট ১৮৪ উপজেলায় এবং ৭ সেপ্টেম্বর ১৪১ উপজেলায় কাজ শুরু হওয়ার কথা রয়েছে। ইসি কর্মকর্তারা আরো জানান, ২৭ জেলার ৯০টি উপজেলায় তথ্য সংগ্রহ ও নিবন্ধনের জন্য ছবি তোলার সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ৯ কোটি ৬২ লাখের বেশি ভোটার রয়েছে। সর্বশেষ ২০১৪ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন