শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

শরীয়তপুরের জপসায় ট্রলারচালককে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের জপসায় জাকির হোসেন নামে এক ট্রলারচালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে ২০-২৫ জনের একটি দল নিহত জাকিরের গ্রামে প্রবেশ করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় বাড়ির ভেতরে থাকা জাকিরকে বাড়ির উঠানে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর হাসপাতালে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে মারা যান জাকির হোসেন।

নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে জপসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মাদবর ও বর্তমান চেয়ারম্যান শওকত বয়াতির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল বুধবার রাতে শওকত বয়াতির সমর্থকরা এলাকায় বোমার বিস্ফোরণ ঘটিয়ে আনোয়ার মাদবরের সমর্থক জাকির হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

নিহত হওয়ার ঘটনার কথা ছড়িয়ে পড়ার পর সেখানে পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছাত্তার মির (৩৫) ও কেরামত হাওলাদার নামে দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত জাকিরের বাবা ফয়জল মাদবর বলেন, “আমরা আনোয়ার হোসেন মাদবরের সমর্থক। বুধবার রাতে শওকত বয়াতির সমর্থকরা গ্রামে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। আমার ছেলে বোমার শব্দ পেয়ে ঘর থেকে বের হলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পরে সে মারা যায়। আমি এ হত্যার বিচার চাই।”

জপসা ইউপি চেয়ারম্যান শওকত বয়াতি বলেন, “জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। এখানে আধিপত্য বিস্তার নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। কারো সঙ্গে আমার কোনো বিরোধ নেই।” নড়িয়া থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, “গতকাল রাতে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

শরীয়তপুরে মায়ের পরকীয়ায় বাধা দেওয়ায় মেয়েকে হ্যান্ডকাপ পরিয়ে নির্যাতন!

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মা রুমি আক্তার রুমার পরকীয়ায় বাধা দেয়ায়বিস্তারিত পড়ুন

প্রতিকী ছবি

নিখোঁজের ২০ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার !

শরীয়তপুরে নিখোঁজের ২০দিন পরে একটি ডোবা থেকে এক যুবকের লাশবিস্তারিত পড়ুন

শরীয়তপুরে একই পরিবারের পাঁচজনের মধ্যে চারজনই প্রতিবন্ধী; ভাতা পায়না কেউই !

শরীয়তপুর প্রতিনিধি: জেলার ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে এক পরিবারে চারজনবিস্তারিত পড়ুন

  • শরীয়তপুরে ইউপি চেয়ারম্যানের হাত থেকে রক্ষা পেল না শিশু রাকিবও
  • সৈয়দপুরে ‘স্মৃতি অম্লান’ ধুয়ে পরিষ্কার করল পাখি প্রেমী সংগঠন সেতুবন্ধনের সদস্যবৃন্দ।
  • শরীয়তপুরে ছেলের হাতে বাবা খুন
  • শরীয়তপু‌রে নকল করায় ৫ পরীক্ষার্থীকে বহিস্কার
  • শরীয়তপুরে স্কুলছাত্রীকে জোরপূর্বক গণধর্ষণ করে গ্রামের তিন বখাটে
  • বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে নেই শহীদ মিনার
  • পুত্রবধু ও ভাতিজার বউকে হত্যার দায়ে শ্বশুরের ফাঁসি
  • মামলা হলেও গ্রেপ্তার নেই : জেএসসি পরীক্ষার্থীদের ওপর হামলা !
  • মুঠোফোনের নম্বর না দেওয়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে পেটাল বখাটেরা
  • পুলিশ মারধর: উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • পুলিশকে থাপ্পড়: ছাত্রলীগ নেতা বহিষ্কার, দুই মামলা
  • শরীয়তপুরের পাঁচটি ইউনিয়নে কাল ভোট